Advertisement
Advertisement

Breaking News

জ্যাকসনের স্টেপ নকলে বিপদ, মেরুদণ্ডের গুরুতর অসুখে ভুগছেন নৃত্যশিল্পীরা

মাইকেল জ্যাকসন যা পারতেন তা সাধারণের অসাধ্য, দাবি বিজ্ঞানীদের।

what Micheal Jackson can do, you can not: report
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 23, 2018 12:22 pm
  • Updated:May 23, 2018 12:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: য়ু্উ’ভ বিন হিট বাই/য়ু্উ’ভ বিন স্ট্রাক বাই/স্মুদ ক্রিমিনাল।। ওহ নো…

আটের দশকের শেষে মাইকেল জ্যাকসনের এই মিউজিক ভিডিও-তে মজেছিল গোটা বিশ্ব। তবে গানের কথা কিংবা সুরের থেকেও বেশি জনপ্রিয় হয়েছিল জ্যাকসনের নৃত্যশৈলী। বছর তিনেক আগে জুতোর কেরামতির তত্ত্ব সামনে আসায় গৌরর হারিয়েছিল কিংবদন্তী পপস্টারের ‘অ্যান্টি গ্র্যাভিটি টিল্ট’। মাইকেল জ্যাকশনের হারানো সম্মান ফিরিয়ে দিলেন ৩ জন ভারতীয় স্নায়ু বিশেষজ্ঞ। তাঁদের দাবি, মাইকেল জ্যাকসন বিশেষ জুতো পরে নেচেছিলেন ঠিকই। কিন্তু, সেটাই সব নয়। একই জুতো পরেও ২৫ থেকে ৩০ ডিগ্রির বেশি ঝুঁকতে পারেননি অনেক নৃত্যশিল্পীই। অথচ মাধ্যাকর্ষণ বিরোধী নাচে মাইকেল জ্যাকসন ঝুঁকেছিলেন ৪৫ ডিগ্রি পর্যন্ত! আর সেটা সম্ভব হয়েছিল মেরুদণ্ড ও পায়ের বিরল গঠনের জন্যই।

Advertisement

[দিল্লির এইমস-কে মরণোত্তর দেহদানের অঙ্গীকার তসলিমা নাসরিনের]

মাইকেল জ্যাকসনের ‘অ্যান্টি গ্র্যাভিটি টিল্ট’ নিয়ে গবেষণা করেছেন নিশান্ত এস ইয়াগনিক, মঞ্জুল ত্রিপাঠী এবং সন্দীপ মহিন্দ্রা। এঁরা সকলেই চণ্ডীগড়ের ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের সঙ্গে যুক্ত। তাঁদের গবেষণালদ্ধ তথ্য প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক পত্রিকা জার্নাল অফ নিউরোসার্জারিতে। ওই তিন ভারতীয় বিজ্ঞানী জানিয়েছেন, জ্যাকসনের পা এবং মেরুদণ্ডের বায়োমেকানিকস সাধারণের থেকে অনেকটাই আলাদা। জুতোর সাহায্য নিয়েও তিনি যা করেছেন, তা সাধারণ মানুষের অসাধ্য। অন্য নর্তকীদের শরীরের ব্যালেন্স পরীক্ষা করে দেখা গিয়েছে, শরীরকে এমজের মতো সোজা রেখে ৩০ ডিগ্রির বেশি ঝুঁকতে পারেননি কেউই। কিন্তু, ঘটনা হল, গোটা পৃথিবীতেই মাইকেল জ্যাকসনকে নকল করে তাঁর স্টেপস তোলার চেষ্টা করছেন অজস্র নৃত্যশিল্পী। বিজ্ঞানীদের দাবি, বিশেষ শারীরিক গঠনের জন্য যে দ্রুততা ও ছন্দ বিশ্বখ্যাত ওই পপস্টারের নাচে দেখা যেত, তা আর পাঁচজনের পক্ষে করা সম্ভব নয়। ফলে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগছেন জ্যাকসনের নকলনবিশরা। মেরুদণ্ডের গুরুতর অসুখে পড়ছেন অনেকেই। ফিজিওথেরাপি, এমনকী অস্ত্রোপচারও করতে হচ্ছে। গবেষকরা বলছেন, আপনি শারীরিকভাবে যতই ফিট হোন না কেন, এমজের মতো উঁচুতে লাফিয়ে অনেকটা এগিয়ে আবার ফিরে আসার মতো স্টেপ করা সম্ভব নয়। কিন্তু, বাস্তবে সেটাই করতে গিয়ে বিপদ ডেকে আনছেন নৃত্যশিল্পীরা।

[রাজনীতিতে প্রথম স্ত্রীকেই অগ্রাধিকার কুমারস্বামীর, রামনগরে জেডিএস প্রার্থী অনিতা]

স্মুদ ক্রিমিনাল মিউজিক ভিডিওটিতে প্রকাশ পেয়েছিল ১৯৮৭ সালে। বিলবোর্ডে হান্ড্রেড তালিকায় স্থান করে নিয়েছিল ভিডিওটি। জনপ্রিয়তার কারণে ফের স্মুদ ক্রিমিনাল মিউজিক ভিডিওটিতে মুক্তি পায় ২০০৬ সালে। ভিডিও-তে দেখা গিয়েছে, মাটিতে দাঁড়িয়ে শরীরকে ঋজু দণ্ডের মতো ৪৫ ডিগ্রি কোণে মাটিতে ঝুঁকিয়ে ফেলছেন মাইকেল জ্যাকসন। কিছুক্ষণ ওইভাবে থাকার পর ফের আগের অবস্থায় ফিরে আসছেন তিনি। এমন নৃত্যশৈলি দেখে অনেকেই ভেবেছিলেন, নিউটনের মাধ্যাকর্ষণ তত্ত্ব নিয়েও ছিনিবিনি খেলছেন ‘কিং অফ পপ’। পরে জানা গিয়েছিল, এই নাচ আসলে বিশেষ ধরণের জুতোর কেরামতি। জুতোটি পেরেক দিয়ে স্টেজের সঙ্গে আটকে নিলেই আর মাটিতে পড়ার ভয় থাকে না।

[টুইটারে ভিডিও পোস্ট করে দেশবাসীকে ফিটনেস চ্যালেঞ্জ মন্ত্রী রাজ্যবর্ধনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement