Advertisement
Advertisement

Breaking News

National Voters Day

২৫ জানুয়ারি দেশজুড়ে পালিত হবে জাতীয় ভোটার দিবস, জানেন দিনটির গুরুত্ব?

ভোটাধিকার প্রয়োগ সকলের গণতান্ত্রিক অধিকার।

What is the Importance of national voter's day। Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:January 19, 2024 4:46 pm
  • Updated:January 19, 2024 5:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটাধিকার প্রয়োগ সকলের গণতান্ত্রিক অধিকার। দেশে যখনই কোনও নির্বাচনী প্রক্রিয়া অনুষ্ঠিত হয়, সকলকে আহ্বান জানানো হয়ে গণতন্ত্রের উৎসবে যোগদান করতে। নিজের মূল্যবান ভোট দিয়ে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ তথা জনপ্রতিনিধি নির্বাচন করতে। ভোটদানে উৎসাহিত করা হয় যুব সমাজকেও। প্রতিবছর ২৫ জানুয়ারি এক বিশেষ লক্ষ্যে পালিত হয় জাতীয় ভোটার দিবস (National Voter’s Day)। কিন্তু এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে? জেনে নিন আসল কারণ   

আগামী ২৫ জানুয়ারি দেশজুড়ে পালিত হবে জাতীয় ভোটার দিবস। এই দিনটির বিশেষ একটি গুরুত্ব রয়েছে। ১৯৫০ সালে এই দিনেই প্রতিষ্ঠা লাভ করেছিল ভারতীয় নির্বাচন কমিশন। ২০১১ সালে প্রথম এই দিনটি উদযাপন করা হয়। নিঃসন্দেহে এটি ভোট দেওয়ার অধিকার এবং গণতন্ত্র উদযাপনের দিন। তবে এই দিনটি পালনের পিছনে বিশেষ একটি উদ্দেশ্যও রয়েছে। তরুণ ভোটারদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করা।  

Advertisement

[আরও পড়ুন: জাতীয় ভোটার দিবস পালনে বিশেষ পরিকল্পনা কুপওয়ারায়, সতর্ক প্রশাসন]

ভারত (India) বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। জাতি, বর্ণ, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সকলের মৌলিক অধিকারের মধ্যে পড়ে ভোটদান। তাই ইলেকশন কমিশনের মূল লক্ষ্যই হল ভোটারদের, বিশেষ করে নতুন ভোটারদের ভোটদানে ও রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে উদ্দীপ্ত করা। প্রতিবছর আলাদা থিম থাকে এই বিশেষ দিনের জন্য। এই বছর জাতীয় ভোটার দিবসের থিম ‘Nothing Like Voting, I Vote for Sure’। যার অর্থ ভোটের শক্তিকে তুলে ধরা। ভোটদানের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করা। এনিয়ে প্রতিটি ব্যক্তির অনুভূতি ও আকাঙ্খাকে গুরুত্ব দেওয়া।   

জানা গিয়েছে, ২৫ জানুয়ারির জন্য বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছে ভূস্বর্গ।  জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার ডেপুটি কমিশনার আয়ুষী সুদান একটি বৈঠক করেছেন দিনটি উদযাপনে কী বন্দোবস্ত করা হচ্ছে তা খতিয়ে দেখতে। কুপওয়ারার টাউন হলে জাতীয় ভোটার দিবসের প্রধান অনুষ্ঠানটি পালিত হবে। হাই স্কুল ও উচ্চমাধ্যমিক স্তরের জন্য থাকবে রচনা ও ছবি আঁকার প্রতিযোগিতা। হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এরই পাশাপাশি বুথ স্তরের অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে ভোটার নথিবদ্ধকরণের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement