Advertisement
Advertisement
দেবেন্দ্র সিং

‘কাশ্মীরের ধৃত DSP সিং না হয়ে খান হলে কী হত?’, বিজেপিকে কটাক্ষ অধীরের

পুলওয়ামার জঙ্গি হামলার সঙ্গে ধৃতের কোনও যোগ ছিল কিনা তা নিয়েও তদন্তের দাবি তুলছে কংগ্রেস।

What if DSP Davinder Singh was Khan, asks Congress's Adhir Ranjan
Published by: Soumya Mukherjee
  • Posted:January 14, 2020 2:24 pm
  • Updated:January 14, 2020 2:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গিদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছে কাশ্মীরের DSP দেবেন্দ্র সিং। তাকে জেরা করে জানা গিয়েছে, এই কাজের জন্য ১২ লক্ষ টাকা নিয়েছিল সে। তদন্তে আরও জানা যায়, ২০০১ সালে সংসদ হামলার মূলচক্রী হিসেবে ফাঁসিতে ঝোলা আফজল গুরুকে দিল্লিতে এক জঙ্গিকে লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছিল দেবেন্দ্র। সেই জঙ্গিই পরে সংসদে হামলা চালায়। শুধু এই ঘটনাই নয়, দীর্ঘদিন ধরে এভাবেই জঙ্গিদের সাহায্য করেছে সে। এই বিষয়গুলি প্রকাশ্যে আসার পরই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি। সরাসরি প্রশ্ন তুলেছেন, ধৃত DSP দেবেন্দ্র সিং যদি শিখ না হয়ে মুসলিম হত তা হলে কী হত? এত বড় মাপের একজন পুলিশ আধিকারিক গ্রেপ্তার হওয়ার পরে পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনার ফের তদন্ত করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার এই বিষয়ে একাধিক টুইট করে কোনওভাবেই দেশের শত্রুদের যাতে ছাড়া না হয় তার পক্ষে জোরালো সওয়াল করেন লোকসভার বিরোধী দলনেতা। এক্ষেত্রে যেন তাদের ধর্ম ও সামাজিক পরিচয় কোনও প্রভাব ফেলতে না পারে সেকথাও উল্লেখ করেন। টুইট করে প্রশ্ন করেন, ‘দেবেন্দ্র সিংয়ের বদলে ওই DSP’র নাম যদি দেবেন্দ্র খান হত। তাহলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-র ট্রোল রেজিমেন্টের আক্রমণ আরও তীব্র ও কৌতূকপূর্ণ হত। আমাদের দেশের শত্রুদের শরীরের রং, বর্ণ এবং ধর্ম নির্বিশেষে নিন্দিত হওয়া উচিত।’

[আরও পড়ুন: কাশ্মীরের বিভিন্ন জায়গায় ভয়াবহ তুষারধস, মৃত পাঁচ জওয়ান-সহ কমপক্ষে ১০ ]

 

অন্য আরও একটি টুইটে তিনি পুলওয়ামার CRPF কনভয়ে হওয়া জঙ্গি হামলার পুনরায় তদন্ত করার দাবি তোলেন। তাঁর কথায়, ‘এত উচ্চপদস্থ একজন পুলিশ আধিকারিকের জঙ্গি যোগ নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। তাই পুলওয়ামাতে হাওয়া জঙ্গি হামলার তদন্ত নতুন করে করা উচিত।’ অধীরবাবুর সুরে একই দাবি করেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা।

[আরও পড়ুন: প্রথম রাজ্য হিসেবে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেরল ]

 

এপ্রসঙ্গে তিনি বলেন,’দেবেন্দ্র সিংয়ের গ্রেপ্তারির পর একটি নতুন প্রশ্নের জন্ম হয়েছে। তাহল পুলওয়ামাতে জঙ্গি হামলার সময় সিকিউরিটি ইনচার্জ কে ছিল? সংসদে হামলার সঙ্গেও কী যোগ ছিল ধৃত ওই DSP’র ? এই বিষয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী ভাবছেন সেটাও আমরা জানতে চাই।’

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement