Advertisement
Advertisement

Breaking News

pahalgam terror attack

৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে সীমা হায়দরকেও! দিল্লির নির্দেশে কী পরিণতি পাকবধূর?

চলতি বছরের ১৮ মার্চ এক কন্যাসন্তানের জন্ম দেন সীমা।

What happen to Seema Haider after pahalgam terror attack
Published by: Anwesha Adhikary
  • Posted:April 24, 2025 1:36 pm
  • Updated:April 24, 2025 2:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার জেরে ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়তে নির্দেশ দিয়েছে কেন্দ্র। তারপর থেকেই নেটদুনিয়ার প্রশ্ন, তাহলে সীমা হায়দরের কী হবে? অন্যান্য পাকিস্তানিদের মতো তাঁকেও কি ভারত ছেড়ে চলে যেতে হবে? উল্লেখ্য, প্রেমের টানে চার সন্তানের জননী সীমা বেআইনিভাবে ভারতে এসেছিলেন। ভারতীয় যুবক শচীন মীনাকে বিয়ে করে সংসার পাতেন। গত মাসে এক কন্যার জন্মও দেন। এবার কি তাহলে পহেলগাঁও হামলার কোপ পড়বে সীমার সাজানো সংসারেও?

পাবজি খেলতে গিয়ে একে-অপরের প্রেমে পড়েন সীমা-শচীন। ২০২৩ সালের জুন মাসে পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে এসে শচীনের সঙ্গে বিয়ে করেন সীমা। চার সন্তানকে নিয়ে নেপাল ঘুরে বেআইনিভাবে ভারতে চলে আসেন তিনি। অবৈধভাবে ভারতে আসার অভিযোগে সীমাকে গ্রেপ্তারও করা হয়। পরে জামিন পেয়ে শচীনকে বিয়ে করেন। এখনও তদন্ত চলছে সীমার বিরুদ্ধে। একাধিকবার ভারতের নাগরিকত্ব নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন সীমা।

Advertisement

তবে সীমার বিরুদ্ধে যেহেতু বেআইনিভাবে ভারতে ঢোকার তদন্ত চলছে, তাই এখনও নাগরিকত্ব মেলেনি। তাঁর বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত। উত্তরপ্রদেশের এটিএস আধিকারিকদের সন্দেহ, সীমার ভাই ও অন্যান্য আত্মীয়রা পাক সেনায় নিযুক্ত রয়েছেন। গোয়েন্দা আধিকারিকদের মতে, সীমা আসলে খুবই শিক্ষিত ও ইংরাজি বলায় পারদর্শী। শহুরে আদবকায়দাতেই অভ্যস্ত তিনি। কিন্তু ভারতে আসার আগে নিজেকে একেবারে বদলে ফেলেন। গ্রাম্য টানে কথা বলা থেকে শুরু করে ভারতীয় বধূর আদলে নিজেকে গড়ে তোলেন। নিজের চার সন্তানকেও রীতিমতো প্রশিক্ষণ দেন সীমা। সবমিলিয়ে সীমার বিরুদ্ধে ২ বছর ধরে তদন্ত করছে উত্তরপ্রদেশ।

এহেন পরিস্থিতিতে চলতি বছরের ১৮ মার্চ এক কন্যাসন্তানের জন্ম দেন সীমা। তার মাস দেড়েকের মধ্যেই পহেলগাঁও হামলা এবং তার প্রতিবাদে পাকিস্তানের উপর ভারতের ‘কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক’। কিন্তু সীমার কী হবে? সেই নিয়ে স্পষ্ট কিছুই জানা যায়নি। হয়তো বিবাহসূত্রে তাঁকে ভারতে থেকে যাওয়ার অনুমতি দেওয়া হতে পারে। কিন্তু উত্তরপ্রদেশ প্রশাসন যদি নেতিবাচক রিপোর্ট পেশ করে সীমার বিরুদ্ধে, তাহলে হয়তো ভারতে তাঁকে থাকতে দেওয়া হবে না। সীমা ভারতে থাকবেন কিনা, পুরোটাই নির্ভর করছে যোগী আদিত্যনাথ প্রশাসনের উপর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement