Advertisement
Advertisement

Breaking News

West Bengal woman allegedly gang raped several times by five youth in Gurugram

কাজের টোপ দিয়ে ভিনরাজ্যে বাংলার তরুণীকে ‘গণধর্ষণ’, গণিকাবৃত্তি করতে চাপ

অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

West Bengal woman allegedly gang raped several times by five youth in Gurugram । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 30, 2023 10:00 am
  • Updated:April 30, 2023 10:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজের টোপ দিয়ে ভিনরাজ্যে গণধর্ষণের শিকার বাংলার তরুণী। গুরুগ্রামের চক্করপুর এলাকার ঘটনায় জোর চাঞ্চল্য। পুলিশের দ্বারস্থ তরুণী। এখনও অভিযুক্তদের কেউ গ্রেপ্তার হয়নি। তদন্ত চলছে বলেই জানায় পুলিশ।

নির্যাতিতা তরুণী জানান, বছরখানেক আগে কাজের সন্ধানে গুরুগ্রামে যান তিনি। অভিযোগ, কাজ দেওয়ার নাম করে তাঁকে পাঁচজন একাধিকবার ধর্ষণ করে। এমনকী তাঁকে যৌনবৃত্তিতে নামানোর চেষ্টা করা হয় বলেই অভিযোগ। নির্যাতিতার আরও দাবি, পুলিশ বা অন্য কাউকে অভিযোগ জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া দেয়।

Advertisement

[আরও পড়ুন: এমআরআই করাতে গিয়ে বিপত্তি, মৃত্যু ব্রেবোর্ন কলেজের ছাত্রীর]

অবশেষে কোনওক্রমে অভিযুক্তদের কবল থেকে রেহাই পান তরুণী। গুরুগ্রামের সেক্টর ২৯ থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪২, ৩৭০, ৩৭০ (এ) ধারায় মামলা রুজু হয়েছে। ডিসিপি (পূর্ব) নীতীশ আগরওয়াল জানান, এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। দোষীদের বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। তবে নিগৃহীতার বিরুদ্ধে বারবার বয়ান বদল করার অভিযোগ করেছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

[আরও পড়ুন: কাজের খোঁজে বিদেশে গিয়ে বিপাকে মুর্শিদাবাদের ৩ যুবক, ছেলের চিন্তায় প্রাণ গেল বাবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement