ফাইল চিত্র।
সুব্রত বিশ্বাস: হাওড়া থেকে আরও তিনটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর। হাওড়া-ভাগলপুর, হাওড়া-গয়া ও হাওড়া রৌরকেল্লার মধ্যে চলবে এই নতুন বন্দে ভারত এক্সপ্রেসগুলি। সেমি হাই স্পিড এই ট্রেনগুলি আন্তঃনগর। এসি চেয়ার কার ও এক্সিকিউটিভ ক্লাস থাকছে।
হাওড়া-এনজেপি, হাওড়া-পাটনা, হাওড়া-পুরী, হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই চলাচল করছে। এবার হাওড়া থেকে তিনটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে যাত্রী চলাচলে বিশেষ সুবিধা হবে বলে জানিয়েছে রেল। কম সময়ে এই ট্রেনে গন্তব্যে পৌঁছবে।
আগামী রবিবার এই ট্রেনগুলি উদ্বোধন হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। সব ঠিক থাকলে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে সেই ট্রেন চালু হবে। টাটানগর থেকে ভারচুয়ালি ট্রেনগুলির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওইদিন ছ’টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন মোদি। তার মধ্যেই থাকছে বাংলার জন্য তিনটি ট্রেন। বাকি ট্রেনগুলি চলবে বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডের মধ্যে।
বাংলায় প্রথম বন্দে ভারত চালু হয় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে। এই মুহূর্তে রাজ্যে মোট ছটি রুটে চলে এই সেমি হাই স্পিড ট্রেন। হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরী, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি, হাওড়া-পাটনা, নিউ জলপাইগুড়ি-পাটনা এবং হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। এর সঙ্গে আরও ৩ রুট যুক্ত হচ্ছে বলে রেল সূত্রে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.