Advertisement
Advertisement

Breaking News

West Bengal recruitment

অক্টোবরের গোড়া থেকেই রাজ্যের সব নিয়োগ দুর্নীতি মামলার শুনানি সুপ্রিম কোর্টে

'অযোগ্য'রা কতদিন চাকরি করবে? সুপ্রিম কোর্টে প্রশ্ন বিকাশের।

West Bengal recruitment cases hearing to start from October | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 27, 2023 3:40 pm
  • Updated:September 27, 2023 3:40 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: আগামী ৫ অক্টোবর থেকে সুপ্রিম কোর্টে একযোগে শুরু হবে নবম-দশম, একাদশ-দ্বাদশ-সহ রাজ্যের সব শিক্ষক নিয়োগ মামলার চূড়ান্ত শুনানি। সব মামলাই চলবে বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চে। বুধবার জানিয়ে দিল শীর্ষ আদালত।

বুধবার একাদশ ও দ্বাদশ শ্রেণির ওএমআর শিট (OMR Sheet) সংক্রান্ত মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। শুনানির শুরুতেই মুলতুবির আবেদন করেন রাজ্য সরকারের আইনজীবী। প্রতিবাদ করেন ‘বঞ্চিত’ চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন। তাঁর দাবি, পরপর মামলা পিছিয়ে যাওয়ার ফলে ‘অযোগ্য’রা চাকরি করেই চলেছে। অথচ যোগ্যরা বঞ্চিত হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: Asian Games 2023: এশিয়াডে সোনা ভারতীয় মহিলা শুটারের, রোহিত-যুবির রেকর্ড ভাঙলেন নেপালের ২ ক্রিকেটার]

এর পরই শীর্ষ আদালত (Supreme Court) জানিয়ে দেয়, অক্টোবরের গোড়া থেকে রাজ্যের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলার একসঙ্গে শুনানি করা হবে। ঠিক হয়েছে ৫ অক্টোবর থেকে মামলাগুলির শুনানি করা হবে। এই সংক্রান্ত বিভিন্ন মামলায় কলকাতা হাই কোর্ট এখনও পর্যন্ত যা যা রায় দিয়েছেন, সেই সব রায়ের প্রতিলিপি দিনের ক্রমানুসারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, প্রতিটি মামলা শোনা হবে আলাদা আলাদাভাবে। অর্থাৎ ৫ অক্টোবর থেকে শীর্ষ আদালতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাগুলি গতি পাবে বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: পরিচ্ছন্নতার বার্তা দিয়ে হাওড়া থেকে ছুটবে স্পেশাল ট্রেন, সাফাইয়ের কাজে আহ্বান যাত্রীদেরও]

উল্লেখ্য, এতদিন কলকাতা থেকে ভারচুয়াল মাধ্যমে শুনানিতে ছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। চাকরিরত কর্মীদের আইনজীবী আপত্তি জানিয়ে এদিন বলেন, এভাবে বিকাশবাবু শুনানিতে ভারচুয়ালি থাকতে পারেন না। জবাবে বিকাশ ভট্টাচার্য জানান, পরদিন থেকে সশরীর উপস্থিত থাকবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement