সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে ছুটি কাটাতে গিয়ে ম্যালেরিয়া আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। শুক্রবার থেকে শরীরে জ্বর ছিল তাঁর। শনিবার রক্তপরীক্ষার পর ম্যালেরিয়া ধরা পড়েছে বলে সূত্রের খবর। আপাতত দিল্লির বঙ্গভবনে চিকিৎসাধীন তিনি।
পুজোর সময় সপরিবারে উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন রাজ্যপাল (West Bengal Governor) ধনকড়। সপ্তমীর দিন সকালেই কলকাতা থেকে উত্তরবঙ্গে রওনা দেন রাজ্যপাল। দিন দশেক উত্তরবঙ্গে ছুটির মেজাজেই ছিলেন তিনি। উত্তরবঙ্গে থাকাকালীন স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেনে চেপে দার্জিলিং (Darjeeling) থেকে ঘুম পর্যন্ত বেড়াতেও যান তিনি। ঘুমে পৌছে মিউজিয়ামও ঘুরে দেখেন তিনি।
দিন তিনেক আগে বাগডোগরা বিমানবন্দর থেকেই সরাসরি দিল্লি চলে যান তিনি। গত তিনদিন সপরিবারে দিল্লিতে রাজ্য সরকারের সরকারি অতিথিশালাতেই রয়েছেন ধনকড়। জানা গিয়েছে, দিল্লিতে উড়ে যাওয়ার সময় সুস্থই ছিলেন রাজ্যপাল। দিল্লিতে পা রাখার পর থেকেই অসুস্থ বোধ করেন তিনি। শুক্রবার হঠাৎ করে জ্বর আসে তাঁর। শনিবার তাঁর রক্তের নমুনা পরীক্ষা করা হয়। সূত্রের খবর, রাজ্যপালের রক্তের নমুনায় ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গিয়েছে। আপাতত দিল্লির (Delhi) বঙ্গভবনেই চিকিৎসা চলছে তাঁর। সেখানেই চিকিৎসকরা নিয়মিত তাঁর স্বাস্থ্যপরীক্ষা করছেন। সূত্রের খবর, আপাতত বিপন্মুক্ত তিনি। জ্বরও অনেকটা কমেছে। তবে, জ্বর না থাকলেও বেশ দুর্বল বোধ করছেন রাজ্যপাল।
প্রসঙ্গত, রাজ্যপাল ধনকড় সচরাচর টুইটারে সক্রিয়। বিভিন্ন ইস্যুতে নিয়মিত টুইট করতে দেখা যায় তাঁকে। দার্জিলিংয়ে থাকাকালীনও নিয়মিত টুইট করেছেন ধনকড়। তবে, গত তিনদিন সেভাবে টুইটারেও সক্রিয়তা দেখা যায়নি রাজ্যপালের। ২১ অক্টোবর শেষবার টুইট করেছিলেন রাজ্যপাল।
On Foundation Day #AzadHindFauj heartfelt tributes #SubhasChandraBose and all brave freedom fighters #INA
We need to draw inspiration from their valiant struggle for freedom and get motivated to value democracy. #AzadiKaAmritMahotsav #AzadHindFaujDay pic.twitter.com/I6Ky54jrEA
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 21, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.