Advertisement
Advertisement

Breaking News

Corona Virus

রাজারহাটের হজ হাউসেও এবার হবে সেফ হোম, সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের

রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৯০ জন।

west bengal government established safe home in rajarhat haj house

ফাইল ফটো

Published by: Paramita Paul
  • Posted:July 27, 2020 8:24 am
  • Updated:July 27, 2020 11:11 pm  

করোনার সংক্রমণ রুখতে সবরকম চেষ্টা চালানো হলেও বিশ্বজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৩৫ হাজার ৪৫৩। মৃত ৩২ হাজার  ৭৭১ জন। বাংলায় মোট আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৯০ জন। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৪১১ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

রাত ১১টা: দক্ষিণ ২৪ পরগনায় করোনা সংক্রমণ ঠেকাতে আরটিপিসিআরের পর এবার ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা শুরু হতে চলেছে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

Advertisement

রাত ১০.৪০: করোনায় মৃত্যু বেড়েই চলেছে পূর্ব বর্ধমান জেলায়। সোমবার আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ১৪। এদিন আক্রান্ত হয়েছেন ৪৫ জন। সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৬০।

রাত ১০.২০: কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে দেশে তিনটি সুবিশাল ড্রাগ পার্ক তৈরি করা হবে। এর জন্য খরচ হবে ৩ হাজার কোটি টাকা। এছাড়া ৪টি হবে মেডিক্যাল ডিভাইস তৈরির পার্ক। প্রতিটি পার্কের জন্য ১০০ কোটি টাকা করে অনুদান দেবে কেন্দ্র।

রাত ৯টা: রাজারহাটের হজ হাউসেও এবার হবে সেফ হোম।

সন্ধে ৮.১০: পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হলেন ২১১২ জন। আর মৃত্যু হয়েছে ৩৯ জনের।

সন্ধে ৭.৩০: মধ্যপ্রদেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮৯ জন ও মৃত ৯। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫৮৯। এর মধ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯,৭৮১।

সন্ধে ৭টা: কর্ণাটকে নতুন করে আক্রান্ত হলেন ৫,৩২৪ জন। আর মৃত্যু হল ৭৫ জনের। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লক্ষ ১৪৫৬ জনের। এর মধ্যে চিকিৎসাধীন ৬১ হাজার ৮১৯ জন আর মৃত ১৯৫৩।

সন্ধে ৬.২৮: তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬৯৯৩ জন।

সন্ধে ৬.১৫: গত ২৪ ঘণ্টায় কেরলে সংক্রমিত ৭০২ জন।

সন্ধে ৬.০০; অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্ত ৬ হাজারেরও বেশি।

 

বিকেল ৫.৩০: করোনা পরীক্ষা বাড়িয়েই এর মোকাবিলা করবে ভারত। আশ্বাস প্রধানমন্ত্রীর।

বিকেল ৪.৫২: প্রধানমন্ত্রীর সামনেই নাম না করে রাজ্যপালকে খোঁচা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশা কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী।

  • রাজ্যে বিনামূল্যে কোভিড চিকিৎসা।
  • সেফ হোমে মৃদু উপসর্গযুক্তরা থাকতেন পারেন।
  • টেলি মেডিসিনের ব্যব্স্থা করা হয়েছে।  
  • রাজ্যের বকেয়া টাকা মেটানোর দাবি।

বিকেল ৪.৪০: কলকতা, মুম্বই ও নয়ড়ায় করোনা পরীক্ষার অত্যাধুনিক মেশিন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার আগে বাংলা, মহারাষ্ট্র ও উদ্দরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

বিকেল ৪.১৬: করোনামুক্ত ঐশ্বর্য ও তাঁর মেয়ে আরাধ্যা করোনামুক্ত। হাসপাতাল থেকে ছাড়া পেলেন। টুইট করে এই খবর জানিয়েছেন খোদ অভিষেক বচ্চন। কিন্তু এখনও হাসপাতালে রয়েছেন অমিতাভ ও অভিষেক।

বিকেল ৪.০০: স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্তবর্ষের পরীক্ষার ভবিষ্যৎ কী? ইউজিসির কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। আগামী দুদিনের মধ্যে জবাব তলব করল শীর্ষ আদালত। 

দুপুর ৩.৩৭: হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রমণে লাগাম পরাতে শিলং.য়ে তিনদিনের সম্পূর্ণ লকডাউন। 

দুপুর ৩.২১: ভারতের পর্যটনের জন্য ২০২০ সাল সবচেয়ে খারাপ বছর। প্রায় পনেরোশো কোটি টাকার ক্ষতি হয়েছে। সরকারি সাহায্য চাইছে এই ক্ষেত্রের সঙ্গে সকলেই।

দুপুর ৩.০০: করোনা পরীক্ষার ব়্যাপিড কিট তৈরি করতে দেশে পৌঁছল ইজরায়েলি দল। তাঁরা ডিআরডিও-র সঙ্গে যৌথভাবে কাজ করবে। 

দুপুর ২.৫০: গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা পজিটিভ ৬১০ জন। প্রাণ হারিয়েছেন ২৬ জনের।

দুপুর ২.৪৩: দেশে মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ২.২৮ শতাংশ।

দুপুর ২.৪০: মহামারীর মাঝেই হজে যাচ্ছেন তীর্থযাত্রীরা।

দুপুর ২,৩৩ : PM কেয়ার তহবিলের অর্থ জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিলে পাঠানো হবে। সংবাদ সংস্থা সূত্রে এমনটাই খবর। 

দুপুর ২.০০: হু হু করে বাড়ছে সংক্রমণ। দক্ষিণ দিনাজপুরের একাধিক এলাকায় লকডাউনের সিদ্ধান্ত নিল প্রশাসন। 

দুপুর ১.৪০: করোনার জেরে থমকে কর্ণাটকের উন্নয়ন। জানালেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।

দুপুর ১.৩৭: তেলেঙ্গানায় বাড়ছে করোন সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ১৪০০ এরও বেশি।

দুপুর ১.১৫: মহারাষ্ট্রে করোনা আক্রান্ত আরও ১০১ জন পুলিশ কর্মী। 

দুপুর ১.০৫: করোনার থাবা এবার দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের বাঁকুড়া স্টেশনের ইঞ্জিনিয়ার বিভাগে। এই স্টেশনের দায়িত্বে থাকা সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার করোনায় আক্রান্ত। ওই রেল আধিকারিকের শরীরে সংক্রমণ ধরা পড়ার পর ১৯ জনকে হোম কোয়ারেনন্টাইন পাঠানো হয়েছে। 

বেলা ১২.৫৫: বর্ধমান শহরের লকডাউন ষষ্ঠ দিনে পড়ল সোমবার। আর এদিনও লকডাউন অমান্য করে পথে নামলেন অনেকেই। আর লকডাউন ভাঙার শাস্তিও জুটলো কপালে। কানধরে ওঠবোস!

বেলা ১২.৫১: করোনা আক্রান্ত সহকারী সভাধিপতি দেবু টুডুর সুস্থতা কামনায় বর্ধমানের জাহের থানে বিশেষ পুজো আদিবাসীদের।

বেলা ১২.৪৩: আগামী দুদিন কোচবিহারে সম্পূর্ণ লকডাউন।

বেলা ১২.৩০: করোনা রোগীদের জন্য দিল্লির হাসপাতালগুলিতে কত শয্যা ফাঁকা রয়েছে, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 

বেলা ১২.২০: করোনা পরিস্থিতির মোকাবিলায় দিল্লি মডেলের প্রশংসা হচ্ছে দেশ-বিদেশে। সাংবাদিক সম্মেলনে বললেন অরবিন্দ কেজরিওয়াল।

বেলা ১২.১৪: করোনা পরীক্ষায় বেনিয়ম। ত্রিচির একটি বেসরকারি ল্যাব বন্ধ করে দেওয়া হল। 

সকাল ১১.৩২: কলকাতায় ফের বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা। আগে শহরে কনটেনমেন্ট জোনের সংখ্যা ছিল ২৮। এখন সেটা বেড়ে দাঁড়াল ৩১টি।

সকাল ১১.২৭: বাঁকুড়া সদর থানার এএসআই-সহ ৩ জন করোনা আক্রান্ত। তাঁরা ওন্দা কোভিড হাসপাতালে ভরতি। বাঁকুঁড়া পুলিশে এই প্রথম করোনার থাবা।

সকাল ১১.২০: করোনা পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

সকাল ১১.০০: এইমসের মোট ১৫১৫ টি শয্যা রয়েছে করোনা রোগীদের জন্য। তার মধ্যে আজ সকাল সাতটায়  ১২৮৩ টি শয্য ফাঁকা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 

সকাল ১০৪৩: গত এক মাসে দিল্লিতে করোনায় মৃত্যুর হার ৪৪ শতাংশ কমেছে বলে দাবি। 

সকাল ১০.১৭: অক্সফোর্ডের করোনা ভ্যাক্সিনের ৬০ হাজার ভায়াল শুধুমাত্র পারসিদের জন্য রাখা থাকবে। টুইট করে এমনটাই জানিয়েছেন শ্রীরাম ইন্সটিটিউটের চেয়্যারম্যান আদর পুনাওয়ালা। 

সকাল ১০.০৫: এক রাতে টালা থানার ওসি, অতিরিক্ত ওসির করোনা আক্রান্ত। থানার দায়িত্ব দেওয়া হল চিৎপুর থানার ওসিকে।

সকাল ১০.০০: শ্রীনগরে চলছে লকডাউন। বন্ধ দোকানপাট। শুনশান রাস্তা।

সকাল ৯.৩২: বাংলাদেশের উত্তরের জেলা নওগাঁ-৬ এর সংসদ সদস্য ও শাসকদল জেলা আওয়ামি লিগের যুগ্ম সম্পাদক মো. ইসরাফিল আলমের করোনায় মৃত্যু হল।

সকাল ৯.১৮: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪৯ হাজার ৯৩১ জন। মৃত্যু হয়েছে ৭০৮ জনের। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লক্ষ ৩৫ হাজার ৪৫৩ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ লক্ষ ১৭ হাজার ৫৬৮ জন। 

সকাল ৯.১০: দেশে বাড়ছে করোনা পরীক্ষার হার। 

সকাল ৮.৫০: জার্মানিতে আক্রান্তের সংখ্যা দুলক্ষের গণ্ডি ছাড়াল। 

সকাল ৮.৩৭: আরও আশঙ্কাজন এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দে-এর শারীরিক পরিস্থিতি।

সকাল ৮.২৫: করোনা ভ্যাক্সিন আবিষ্কারে প্রায় ১ বিলিয়ন ডলার খরচ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। 

সকাল ৮.২০: গত ২৪ ঘণ্টায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে করোনা আক্রান্ত আরও ৬ জন। ফলে সেখানে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩২৪।

সকাল ৮.১৫: পরিসংখ্যান বলছে, মাত্র দুদিনে প্রায় এক লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে ভারতে। রবিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের থেকে পাওয়া হিসেব অনুযায়ী, সংক্রমিত হয়েছিলেন ৪৮ হাজার ৬৬১ জন। এদিকে এদিন রাতে বিভিন্ন রাজ্যগুলিতে আক্রান্তের সংখ্যার হিসেব কষলে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৫০ হাজার মানুষ।। 

সকাল ৮.১০: চিনে নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। গত এপ্রিল মাসের পর গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্তের হদিশ মিলল সে দেশেষ গত করোনা সংক্রমিত হয়েছেন ৬১ জন। 

সকাল ৮.০০: আজ নয়ডা, মুম্বই ও কলকাতায় নয়া করোনা পরীক্ষাকেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement