Advertisement
Advertisement
Mamata Banerjee

ইডির অতিসক্রিয়তা নিয়ে অসন্তোষ, শরদ পওয়ারের সঙ্গে ফোনে কথা মমতার

কী কথা হল মমতা-পওয়ারের?

West Bengal CM Mamata Banerjee speaks to NCP Chief Sharad Pawar | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:February 23, 2022 7:58 pm
  • Updated:February 24, 2022 8:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনসিপি নেতা নবাব মালিকের গ্রেপ্তারির পরই শরদ পওয়ারকে (Sharad Pawar) ফোন করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, ফোনে নবাবের গ্রেপ্তারি এবং ইডির অতিসক্রিয়তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি সবরকমভাবে পওয়ারের পাশে থাকারও প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল সূত্রের খবর, এদিন প্রায় মিনিট দশেক পওয়ারের সঙ্গে কথা বলেন মমতা। তৃণমূল নেত্রী এদিন এনসিপি (NCP) সুপ্রিমোকে বলেছেন, “কোনও কিছু হলেই এরা ইডি লেলিয়ে দিচ্ছে। এতদিন আমাদের এসব ফেস করতে হয়েছে। এবার আপনাদেরও ফেস করতে হবে।” মমতা এদিন পওয়ারকে (Sharadh Pawar) বলেন, সব বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করতে হবে। তৃণমূল সূত্রের দাবি, ইডির অতিসক্রিয়তা নিয়ে পওয়ারের কাছে অসন্তোষ প্রকাশ করেছেন মমতা। একই সঙ্গে অনুরোধ করেছেন নবাব মালিককে যেন মন্ত্রীপদ থেকে না সরান পওয়ার।

[আরও পড়ুন: নীরব মোদি, মেহুল চোকসি, বিজয় মালিয়াদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৮ হাজার কোটি টাকা, দাবি কেন্দ্রের]

প্রসঙ্গত, বুধবারই দাউদ যোগের অভিযোগে মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিককে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার দুপুরে দাউদ যোগ তথা অর্থপাচারের অভিযোগে মহারাষ্ট্রের মন্ত্রীকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও, বিরোধীদের সাফ কথা, মহারাষ্ট্রের মন্ত্রীকে ফাঁসানো হচ্ছে। মহারাষ্ট্রের মহা বিকাশ আগাড়ির জোট সরকারকে চাপে রাখতেই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে এভাবে কাজে লাগাচ্ছে বিজেপি। দিন কয়েক আগে শিব সেনা নেতা সঞ্জয় রাউতকেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা। সার্বিকভাবে বিরোধী জোটের উপর চাপ বাড়ানোর চেষ্টা হচ্ছে।

[আরও পড়ুন: প্রদেশ সভাপতির নির্দেশ অমান্য করে ত্রিপুরায় আদি বিজেপির মিছিল, উপস্থিত ২ মন্ত্রীও]

এই পরিস্থিতিতে পওয়ারকে ফোন করে পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে দিলেন মমতা। এমনিতেই তৃণমূল নেত্রী ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি (BJP) বিরোধী জোট গঠনের চেষ্টা করছেন। এই কাজে মমতার অন্যতম সহযোগী হতে পারেন পওয়ার। এদিন মমতা-পওয়ারের আলোচনার পর ইডির এই অতিসক্রিয়তাকে সামনে রেখে বিরোধী সেই জোট গঠনের প্রক্রিয়া আরও খানিক গতি পেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement