Advertisement
Advertisement
Mamata Banerjee Nitin Gadkari

দিল্লিতে Mamata: কলকাতায় উড়ালপুল, রাজ্যে নতুন সড়ক! গড়করির কাছে একাধিক দাবি মুখ্যমন্ত্রীর

সড়ক পরিবহণমন্ত্রীর কাছে কী কী দাবি করলেন মমতা? দেখে নিন এক নজরে।

West Bengal CM Mamata Banerjee meets Union Minister Nitin Gadkari | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 29, 2021 3:19 pm
  • Updated:July 29, 2021 3:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করে ইতিমধ্যেই রাজ্যের দাবিদাওয়া পেশ করেছেন। দিল্লি সফরের চতুর্থ দিনে সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করির সঙ্গে দেখা করে রাজ্যের সড়ক পরিবহণ ব্যবস্থা নিয়ে একাধিক দাবি পেশ করলেন মমতা (Mamata Banerjee)। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের আধিকারিকরা। 

[আরও পড়ুন: কবে রাজ্যের মর্যাদা ফিরে পাবে কাশ্মীর? সংসদে জানাল কেন্দ্র]

এদিন গড়করির কাছে বেশ কয়েক দফা দাবি পেশ করেছেন মুখ্যমন্ত্রী। এরাজ্য যেহেতু উত্তরপূর্ব ভারতের সঙ্গে গোটা দেশের যোগাযোগের অন্যতম মাধ্যম, তাই রাজ্যে আরও বেশি বেশি রাস্তার প্রয়োজন বলে দাবি মুখ্যমন্ত্রীর।  

  • বারাসত-বনগাঁর জন্য রাস্তার আবেদন। এর ফলে বনগাঁ-পেট্রাপোল যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।
  • দিঘায় রাস্তার সংখ্যা বাড়ানোর আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বারবার প্রাকৃতিক বিপর্যয়ে ধাক্কা খাচ্ছে দিঘা। তাই সড়কের সংখ্যা বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন মমতা
  • একইভাবে সুন্দরবনেও রাস্তা বাড়ানোর দাবি জানিয়েছেন মমতা। তাঁর বক্তব্য, প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের বহু রাস্তা ক্ষতিগ্রস্ত। গঙ্গাসাগরের জন্য ব্রিজ তৈরিরও দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 
  • মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীকে জানিয়েছেন, রাজ্যের একাধিক জাতীয় সড়কের বেহাল দশা। সেগুলি দ্রুত মেরামতির প্রয়োজন।
  • এছাড়াও জনসাধারণের সুবিধার জন্য একাধিক রাস্তা সম্প্রসারণের দাবি জানিয়েছেন মমতা।
  • শিলিগুড়ি-সেবক রোডে বারবার ধস নামে। তাই এই এলাকায় বিকল্প ও উন্নত রাস্তার দাবি জানিয়েছেন মমতা।
  • কলকাতায় আরও কিছু উড়ালপুলের দাবি জানিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য কলকাতায় জনসংখ্যা বেশি। মেট্রো সংখ্যা বাড়তে এখনও দেরি আছে। তাই মানুষের সুবিধার্থে আরও কিছু উড়ালপুল প্রয়োজন।
  • এছাড়াও রাজ্যে একটি ম্যানুফ্যাকচারিং শিল্প কারখানা খোলার দাবি জানিয়েছেন মমতা।

[আরও পড়ুন: আগরতলায় TMC’র সাংগঠনিক বৈঠকে বাধা! ‘ত্রিপুরাতেও খেলা শুরু’, পালটা তোপ ডেরেকের]

বৈঠক শেষে মমতা জানিয়েছেন, গড়করির সঙ্গে তাঁর আলোচনা ইতিবাচক। রাজ্যের সমস্যা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। বাংলায় কী কী সমস্যা খতিয়ে দেখতে রাজ্যে আসবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এছাড়াও রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে পরিবহণ মন্ত্রকের আধিকারিকদের বৈঠক হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement