Advertisement
Advertisement
West Bengal Assembly Elections Congress

মমতার ঐক্যবদ্ধ হওয়ার ডাকে সাড়া মুফতির, চিঠি নিয়ে মুখ খুলল কংগ্রেস

মমতার ঐক্যবদ্ধ হওয়ার ডাক নিয়ে কী বলছে কংগ্রেস?

West Bengal Assembly Elections: Congress says Mamata is too late to meet Sonia Gandhi | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 2, 2021 9:41 pm
  • Updated:April 2, 2021 9:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সব বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একযোগে বিজেপি বিরোধী সব নেতাকে চিঠি লিখে মমতা (Mamata Banerjee) দাবি করেছেন, কেন্দ্রের বিজেপি সরকার স্বৈরাচারী শাসন চালাচ্ছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানছে। অবিজেপি রাজ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা হচ্ছে। সময় এসে গিয়েছে বিজেপির এই সংবিধানের উপর আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। এর বিরুদ্ধে একত্রিত হয়ে লড়াই করতে হবে। মমতার সেই ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রস্তাবে সাড়া দিলেন পিডিপি সুপ্রিমো মেহবুবা মুফতি। মমতার চিঠির জবাব দিল কংগ্রেস এবং শিব সেনাও।

নন্দীগ্রামের (Nandigram) ভোটের ঠিক আগের দিন তৃণমূলনেত্রীর লেখা এই তিন পাতার চিঠি গিয়েছে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi), এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার, ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিন, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের মতো ১৫ জন নেতার কাছে। রাজ্যের ভোট প্রক্রিয়া চলাকালীনই কংগ্রেস সভানেত্রী সোনিয়ার কাছে মমতার এই চিঠি যাওয়াটা আলাদাভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এখনও মমতার প্রস্তাব নিয়ে মুখ খোলেনি। শুধু এআইসিসির তরফে রাজীব শুক্লা জানিয়েছেন,”রাহুল গান্ধী (Rahul Gandhi) তথা কংগ্রেস নেতৃত্ব বহু দিন ধরেই এই ধরনের বিরোধী ঐক্যের প্রয়োজনের কথা বলে আসছেন। তবে মমতার চিঠি যেহেতু সোনিয়া গান্ধীকে উদ্দেশ্য করে লেখা, তাই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নেবেন।”

Advertisement

[আরও পড়ুন: ‘দিদি ভোটে হারছে বুঝেই রাজ্যপালের পা ধরছেন’, মমতাকে কটাক্ষ অধীর চৌধুরীর]

কংগ্রেসের আরেক মুখপাত্র জয়বীর শেরগিল শুক্রবার কলকাতায় ভোটপ্রচারে এসে আবার মমতাকে কটাক্ষ করে বলছেন,”বাংলার মুখ্যমন্ত্রী সোনিয়া গান্ধীর কাছে আবেদন জানালেও একটু বেশিই দেরি করে ফেলেছেন। মমতার মেকি বিজেপি বিরোধিতা সভানেত্রী ধরে ফেলেছেন। কংগ্রেস হাইকম্যান্ডের কাছে মমতার মুখোশ খুলে গিয়েছে। তিনি বাংলা ও ত্রিপুরায় কংগ্রেসের ক্ষতি করে বিজেপিকে সাহায্য করেছেন। এখন নিজে বাঁচাতে সোনিয়া গান্ধীর সাহায্য চাইছেন। এটা আর সম্ভব নয়। আসলে তৃণমূল ও বিজেপি এখই মুদ্রার এপিঠ-ওপিঠ।”

[আরও পড়ুন: ভোট প্রক্রিয়া ব্যাঘাতের ইঙ্গিত নেই! নন্দীগ্রাম নিয়ে কমিশনকে রিপোর্ট বিবেক দুবের]

কংগ্রেস নারাজ হলেও মেহবুবা মুফতি কিন্তু মমতার সঙ্গে একমত। তিনি বলছেন,“আমি আপনার সঙ্গে একমত। দেশের গণতন্ত্রের সুরক্ষার জন্য বিরোধীদের একজোট হওয়া জরুরি। এই উদ্যোগের জন্য ধন্যবাদ। আমি আপনার আশঙ্কা বুঝি। এবং আপনার সঙ্গে সহমত পোষণ করি।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement