সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলাহাবাদ ও ফৈজাবাদ শহরের নাম পালটে ফেলেছে উত্তরপ্রদেশ সরকার৷ এবার কি নাম বদলাবে এ রাজ্যেরও? পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার প্রস্তাব খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷
রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা’র করার প্রস্তাব আগেই বিধানসভায় পাশ করিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ‘বাংলা’ নামের প্রস্তাবে সম্মতিও দিয়েছে বিরোধীরাও৷ কেন্দ্রের কাছে নাম বদলের প্রস্তাব-সহ নথি পাঠিয়েছে নবান্ন৷ কিন্তু ওই পর্যন্তই! প্রস্তাবটি কার্যকর করার ক্ষেত্রে তেমন সক্রিয়তা দেখায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ বরং এরআগে বিভিন্ন কারণ দেখিয়ে রাজ্যের নাম বদলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে কেন্দ্র৷ এদিকে সম্প্রতি পরপর দুটি বড় শহরের নাম পালটে দিয়েছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার৷ ফৈজাবাদের নয়া নাম অযোধ্যা আর এলাহাবাদ এখন প্রয়াগনগর৷ আর এই নাম বদলের সিদ্ধান্তে বিতর্কের মুখে পড়েছে যোগী আদিত্যনাথের সরকার৷ আর তাতেই কেন্দ্রের মোদি সরকারের টনক নড়েছে বলে খবর৷ জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ নাম ‘বাংলা’ করার প্রস্তাব খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷
[প্রয়াত কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার]
বস্তুত, গত একবছরে দেশের অন্তত ২৫টি জায়গার নাম পরিবর্তনের প্রস্তাবে সম্মতি দিয়েছে মোদি সরকার৷ শুধু পশ্চিমবঙ্গই নয়, নাম বদলের তালিকায় রয়েছে অন্ধপ্রদেশ, কেরল-সহ আরও বেশ কয়েকটি রাজ্য৷ অন্ধ্রের পূর্ব গোদাবরী জেলার রাজামুন্দ্রির নাম বদলে রাজামহেন্দ্রবরম, আউটার হুইলসের নাম বদলে এপিজে আব্দুল কালাম আইল্যান্ড করার প্রস্তাব এসেছে, তেমনি আবার কেরলের মালাপ্পুরা জেলার আরিক্কোড়ের নাম আরীকোড় রাখতে চাই সে রাজ্যের সরকার৷ এমনকী, নাগাল্যান্ডেরও একটি জেলারও নাম বদলের দাবি উঠেছে৷ লোকসভা ভোটের আগে নাম বদল সংক্রান্ত প্রস্তাব নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছে বলে খবর৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.