Advertisement
Advertisement
West Bengal Amphan

আমফানের ক্ষতিপূরণ, বাংলাকে মোটা অঙ্কের অর্থ সাহায্য কেন্দ্রের

সাহায্য পাচ্ছে আরও পাঁচ রাজ্য।

West Bengal additional Central assistance from center for Amphan relief |Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 13, 2020 1:44 pm
  • Updated:November 13, 2020 1:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে আমফানের (Amphan) ক্ষতিপুরণ বাবদ রাজ্যকে সাহায্য কেন্দ্রের। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) নেতৃত্বে এক উচ্চস্তরীয় বৈঠক শেষে দুর্যোগ মোকাবিলায় মোট ৬ রাজ্যকে সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদি সরকার। এই ৬ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি সাহায্য পাচ্ছে বাংলাই।

মে মাসে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ছিন্নভিন্ন হয়েছিল বাংলা। কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল কলকাতা, দুই ২৪ পরগনা-সহ কয়েকটি জেলা। কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছিল রাজ্যজুড়েই। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের কাছে সাহায্যের আরজি জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। মমতার আরজিতে হেলিকপ্টারে চেপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) নিজে ক্ষয়ক্ষতির পরিমাণ চাক্ষুস করে যান। ক্ষয়ক্ষতি সামাল দিতে প্রাথমিকভাবে ১ হাজার কোটির প্যাকেজ ঘোষণা করেন মোদি। কিন্তু রাজ্যের অভিযোগ, ওই পরিমাণ অর্থে ক্ষয়ক্ষতির সামান্য অংশও মেরামত করা যাবে না। নবান্নের হিসেবে রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ কেন্দ্রের সাহায্যের বহুগুণ। বস্তুত, ওই হাজার কোটির প্যাকেজের পরও আমফানের ত্রাণে কেন্দ্রের সদিচ্ছা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে রাজ্য সরকার।

[আরও পড়ুন: আয়ুর্বেদ দিবসে দেশবাসীকে জোড়া উপহার প্রধানমন্ত্রীর, জোর প্রথাগত চিকিৎসায়]

এরই মধ্যে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকদের বৈঠকে বাংলাকে মোটা অঙ্কের সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ধাক্কায় আমফানের ক্ষয়ক্ষতি বাবদ বাংলা পাচ্ছে ২ হাজার ৭০৭ কোটি ৭৭ লক্ষ টাকা। সাহায্য পাচ্ছে ওড়িশাও। পাশের রাজ্যকে দেওয়া হচ্ছে প্রায় ১২৮ কোটি টাকা। এছাড়া সাইক্লোন নিসর্গের হানায় ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্রকে প্রায় ২৬৮ কোটি, বন্যা মোকাবিলায় কর্ণাটককে প্রায় ৫৭৭ কোটি, মধ্যপ্রদেশকে প্রায় ৬১১ কোটি এবং সিকিমকে প্রায় ৮৭ কোটি টাকা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে মোট ৬টি রাজ্য কেন্দ্রের থেকে সাহায্য পাচ্ছে মোট ৪ হাজার ৩৮১ কোটি টাকার।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement