Advertisement
Advertisement

Breaking News

‘দেশদ্রোহী’দের সাফ করে পুরস্কারপ্রাপ্ত সোশ্যাল মিডিয়ার ‘ক্লিন দ্য নেশন’ গ্রুপ

দেশদ্রোহী মামলা থাকা ব্যক্তিদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলের উপর নজরদারি এদের কাজ৷

'weeds out anti-nationals', Smriti Irani's messege to the award winner group
Published by: Sucheta Sengupta
  • Posted:July 3, 2019 6:08 pm
  • Updated:July 3, 2019 6:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ থেকে দেশদ্রোহীদের দূর করো, দেশ পরিচ্ছন্ন করো৷ এই আদর্শের উপর ভিত্তি করে সোশ্যাল মিডিয়ায় তৈরি গ্রুপ ‘ক্লিন দ্য নেশন’৷ আর দেশদ্রোহী সাফ করার কাজে নেমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিচারে পুরস্কার পেল এই গোষ্ঠী৷ আর সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ‘ক্লিন দ্য নেশন’-এর পিঠ চাপড়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বললেন, ‘দেশদ্রোহীদের দূর করে দাও৷’

[ আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ইস্তফাপত্র দিয়ে শেষমেশ পদ ছেড়েই দিলেন রাহুল গান্ধী]

আরএসএস পরিচালিত ইন্দ্রপ্রস্থ বিশ্ব সংবাদ কেন্দ্রের আওতায় ‘ক্লিন দ্য নেশন’এর জন্ম৷ সম্প্রতি আরএসএস সংবাদমাধ্যমকে নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করে৷ তাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিশু ও নারীকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি৷ তিনিই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন৷ সংস্থার সাধারণ সম্পাদক মনমোহন বৈদ্য জানিয়েছেন,‘আমরা ওদের পুরস্কৃত করলাম কারণ, আমরা খেয়াল করে দেখেছি,এরা সত্যিই দেশকে অন্তর থেকে ভালবাসে৷অনেকেরই দেশের প্রতি ভালবাসা আছে,তবে কেউ কেউ এনিয়ে খুব সক্রিয়৷’

Advertisement

rss-award2

‘ক্লিন দ্য নেশন’ গ্রুপটি খুব বেশিদিনের নয়৷ জানা যাচ্ছে, ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার পর আশুতোষ বশিষ্ঠ নাম একজনের হাত ধরে ফেসবুকে তৈরি হয়েছে এই গোষ্ঠী৷ প্রথমে ৪২ জনকে নিয়ে তৈরি হয় গ্রুপ৷ তবে এই কম সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তারা অনেকটাই ছড়িয়ে পড়েছে, দ্রুত জনপ্রিয়ও হয়েছে৷ এদের লক্ষ্য, দেশের পক্ষে বিপজ্জনকদের সরিয়ে দিয়ে দেশকে পরিচ্ছন্ন করা৷ বিশেষত যারা দেশকে ভাগ করার চেষ্টা করছে এবং এই সংকটের সময়ে দেশকে বাঁচানোর চেষ্টা না করে সমালোচনা করে চলে৷ এদের কাজ খুবই নগণ্য, কিন্তু অনেক সময় খুব ভয়ংকর আকার নেয়৷ শুধু তাইই নয়, এখানকার সদস্যদের অন্যতম কাজ, দেশদ্রোহের মামলা যাদের বিরুদ্ধে আছে, তেমন লোকজনকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে সাহায্য করা৷ সেই কাজও এতদিন ধরে করে এসেছে ‘ক্লিন দ্য নেশন’৷ প্রতিষ্ঠাতা সদস্য বশিষ্ঠের কথায়, ‘আমরা গবেষণা করে ১০০জন লোকের সোশ্যাল মিডিয়ার পাতা বের করেছি, যারা দেশ, দেশের মানুষ, সেনাবাহিনীকে অপমান করে আনন্দ পায়৷এদের বিরুদ্ধেই আমাদের কাজ৷’

[ আরও পড়ুন: ছাত্রের গলায় কুঠার, কাশ্মীরি শিক্ষকের ভিডিও ভাইরাল হতেই শোরগোল]

সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় এদের এই কাজ ছড়িয়ে গিয়েছে৷ আর তারই ইনাম মিলল৷ প্রশ্ন উঠছে, শুধুই অন্ধ দেশভক্তি দিয়েই আরএসএস-এর মতো হিন্দুত্ববাদী সংগঠনের মন জয় করেছে ‘ক্লিন দ্য নেশন’? 

 Congratulations Team! You deserve this. https://t.co/iEJAHhJ8Sc

— Krishan Pal Gurjar (@KPGBJP) June 29, 2019

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement