কোনও বিবাহ অনুষ্ঠানে যে এমনটাও হতে পারে, না দেখলে যেন বিশ্বাসই করা যায় না৷
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে নগদ নেই৷ তাই নোট বাতিলের জমানায় এক অনন্য বিয়ের আয়োজন করে চমকে দিল গ্রেটার নয়ডার প্রতিবন্ধী পরিবার৷ কোনও বিবাহ অনুষ্ঠানে যে এমনটাও হতে পারে, না দেখলে যেন বিশ্বাসই করা যায় না৷ বিয়েতে উপস্থিত অতিথিদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা নেই৷ তাঁদের স্বাগত জানিয়ে শুধু চা পান করানো হল৷ আর কনে-বরকে আশীর্বাদ করে দেওয়া হল ১১ টাকা৷ গত রবিবার রাতে এমন সাদা-মাটাভাবেই মেয়ে সঞ্জুর বিয়ে দিলেন নাটোকি মাদিয়া গ্রামের দম্পতি মহাবীর এবং গ্যানো৷
গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের খবর ঘোষণার পরই মাথায় হাত পড়েছিল দরিদ্র পরিবারটির মাথায়৷ কীভাবে বিয়ের সমস্ত খরচ সামলাবেন ভেবে কুল করতে পারছিলেন না ওই প্রতিবন্ধী দম্পতি৷ তবে শ্বশুরবাড়ির চিন্তা দূর করে দেন হবু জামাই যোগেশ৷ পেশায় গাড়িচালক যোগেশই মহাবীরকে সাধারণভাবে বিয়ের আয়োজনের পরামর্শ দেন৷
ছিমছাম বিয়েতে আত্মীয়-পরিজনদের জন্য শুধুমাত্র চায়ের ব্যবস্থা করা হয়েছিল৷ আশীর্বাদ স্বরূপ ১১ টাকা হাতে নিয়ে প্রতিবন্ধী দম্পতিকে স্বস্তি দেন যোগেশ৷ তবে মজার বিষয় হল, এমন আয়োজনে খুশি হয়ে স্থানীয়রাই বিয়েতে ডিজে-র ব্যবস্থা করেছিল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.