Advertisement
Advertisement

Breaking News

Wedding invitation card

‘প্রত্যেকের ভোট খুব জরুরি’, সচেতনতা বাড়াতে অভিনব বিয়ের কার্ড যুগলের!

আমন্ত্রিতরা প্রথমে সকলেই হকচকিয়ে গিয়েছিলেন কার্ডে বর-কনের নাম ও বিবাহস্থল দেখে।

Wedding invitation card encouraging citizens to exercise voting rights goes viral
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:April 13, 2024 10:52 am
  • Updated:April 13, 2024 10:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দামামা বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের। বিভিন্ন রাজ্যে জোর কদমে চলছে ভোটপ্রচার। সম্প্রতি এক যুগল অতিথিদের উপহারের বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভোট দেওয়ার আর্জি জানিয়ে বিয়ের কার্ড ছাপিয়েছিলেন। নমোকে ভোট দেওয়াই হবে তাঁদের বিয়ের সবচেয়ে বড় উপহার। এবার নির্বাচন এগিয়ে আসতে ফের এক বিবাহের অভিনব আমন্ত্রণপত্র সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, আমন্ত্রিতরা প্রথমে সকলেই হকচকিয়ে গিয়েছিলেন কার্ডে বর-কনের নাম ও বিবাহস্থল দেখে। পরে বোঝা যায়, আসন্ন লোকসভা নির্বাচনে ভোটারদের ভোট দিতে উৎসাহ দিতেই মহারাষ্ট্রের পুণের কোনও ব‌্যক্তি বা সংস্থা ওই বিয়ের কার্ডটি তৈরি করেছে। 

Advertisement

কী লেখা ছিল অভিনব সেই কার্ডে? মারাঠি ভাষায় বিয়ের নকশা করা কার্ডটির বয়ান ছিল, “সংসদীয় গণতন্ত্রের অধিকার মেনে এবং দেশকে আরও এক ধাপ এগিয়ে দিতে আমাদের সকলের কণ্ঠস্বর সংসদে পৌঁছনো উচিত। প্রত্যেকের ভোট খুব জরুরি।” কার্ডটিতে পাত্র ও পাত্রীর নামের জায়গায় লেখা যথাক্রমে ‘গণতন্ত্র’ ও ‘ভোটার’। বিবাহ বাসরের স্থানে লেখা, ‘আপনার ভোটকেন্দ্র’।

নেটিজেনদের অনেকেই ভোট দিতে জনসাধারণকে উদ্বুব্ধ করার বার্তা দেওয়া এই কার্ডের প্রশংসা করেছেন। একজন যেমন লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার মতো কিছু দেশে ভোট না দিলে জরিমানা করা হয়। নোটা দেওয়ার উপায়ও আছে। তবে যাকে হোক ভোট দিতেই হবে।’

[আরও পড়ুন: ‘পাশেই একটা দেশ আছে…’ ফের পাকিস্তানকে তুলোধোনা জয়শংকরের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement