সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রদীপের নিচে অন্ধকারের মতোই দেশের বিভিন্ন স্থানে এখনও রাজত্ব করছে অন্ধবিশ্বাস ও কুসংস্কার৷ কেরালার আলাপুজ্জার কাভুনকাল গ্রাম তারই এক উদাহরণ৷ বিজ্ঞানের আলোর ছিটেফোঁটাও এই গ্রামে এখনও প্রবেশ করতে পারেনি৷ কেন? কারণ এখানে মানুষের রোগকে ‘ঈশ্বরের আশীর্বাদ’ বলে মনে করা হয়৷
এই গ্রামের কান্নাথ্থু পরিবারের লোকজনদের হাতের আঙুলগুলো দেখতে সাপের মতো৷ সেই আঙুল দিয়ে ঠিক মতো কাজও করা যায় না৷ পঙ্গু হয়ে যাওয়া আঙুলের এই রোগকে বিজ্ঞানের ভাষায় ‘সিন্ডাক্টিলি’ অবস্থা বলে৷ তবে একে রোগ বলে মানতে নারাজ গ্রামের বাসিন্দারা৷ তাঁরা মনে করেন, এটা ঈশ্বরের আশীর্বাদ৷
পরিবারের এক সদস্য জানান, তাঁদের বাড়ির গাছের ঝোপে সাপ থাকে৷ বাড়ির শান্তিরক্ষার জন্য সেই সাপকে পুজো করেন তাঁরা৷ তাঁদের বিশ্বাস, সাপকে পুজো করা হয় বলেই তাঁদের হাতের আঙুলগুলোর আকার সাপের মতো হয়েছে৷ আগে প্রতি বছরই নির্দিষ্ট দিনে নিয়ম মেনে পুজো হত সাপেদের৷ কিন্তু চাকরি সূত্রে পরিবারের অনেককেই বাইরে চলে যেতে হয়েছে৷ তবে এবার পরিবারের প্রায় ৫০ জন সদস্য পুজোয় হাজির হয়েছিলেন৷
সিন্ডাক্টিলি মেডিক্যাল পরিস্থিতিকে তাঁরা রোগ বলে মানেন না৷ তাই চিকিৎসা করারও কোনও বালাই নেই৷ রোগ এতটাই ছড়িয়েছে, যে বাড়ির সদ্যোজাতও একইরকম আঙুল নিয়ে জন্মেছে৷ পরিবারের আরেক সদস্য ৪৮ বছরের গিরীশকুমার আবার বলছেন, এই হাতে তাঁর কাজ করতে কোনও অসুবিধা হয় না৷ বরং এই হাতই প্রমাণ যে তাঁদের পরিবারের উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.