Advertisement
Advertisement
India's billionaire

তালিকায় শাহরুখ-আদানি, ভারতীয় ‘সুপার রিচ’দের সম্পত্তি সৌদি-সুইজারল্যান্ডের GDP-রও বেশি

ভারতে এখন 'বিলেনিয়ার ক্লাব মেম্বার' ৩৩৪ জন।

Wealth of Indian billionaires more than GDP of Saudi Arabia & Switzerlandcount
Published by: Kishore Ghosh
  • Posted:August 29, 2024 1:51 pm
  • Updated:August 29, 2024 3:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৈরি হল নয়া ইতিহাস! এই প্রথম ভারতে বিলেনিয়ারের সংখ্যা ৩০০ ছাড়াল। সম্প্রতি হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪-এর ধনকুবেরদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় রয়েছে বলিউডের বাদশা শাহরুখ খান থেকে শিল্পপতি গৌতম আদানি, মুকেশ আম্বানি প্রমুখ। সেখানেই বলা হয়েছে, ভারতে এখন ‘বিলেনিয়ার ক্লাব মেম্বার’ ৩৩৪ জন। সমীক্ষায় আরও বলা হয়েছে, দেশের ‘সুপার রিচ’দের মোট সম্পত্তির পরিমাণ ১৫৯ লাখ কোটি। যা সৌদি আরব এবং সুইজারল্যান্ডের GDP-রও বেশি। ভারতীয় অর্থনীতির জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪-এর সমীক্ষা বলছে, গত এক বছরে রকেট গতিতে উত্থান হয়েছে ভারতের ‘সুপার রিচ’দের। এর ফলে গত এক বছরের নতুন বিলেনিয়ারের সংখ্যা ৭৫ জন। সব মিলিয়ে দেশে বিলেনিয়ারের সংখ্যা ৩৩৪। এই ঘটনা নজিরবিহীন। এই প্রথম বিলেনিয়ারের সংখ্যা ৩০০ ডিঙিয়ে গেল। সমীক্ষায় বলা হয়েছে, ভারতের বিভিন্ন ক্ষেত্রের ১,৫৩৯ জন ধনকুবেরের সম্পত্তির পরিমাণ ১০০০ কোটি কিংবা তার বেশি। এদের মধ্যে ৫৩৪ জনকে HNI বা High Net Worth Individuals বলা হচ্ছে। এঁদের সম্পত্তির পরিমাণ জানলে বাস্তবেই চক্ষু চড়কগাছ হবে। প্রত্যেকের কাছেই রয়েছে ৫০০০ কোটির সম্পত্তি।

Advertisement

 

[আরও পড়ুন: ভোটের আগে গুলির লড়াইয়ে কাঁপছে কাশ্মীর, সেনার জোড়া এনকাউন্টারে খতম ৩ জঙ্গি

যে ১,৫৩৯ জন ধনকুবেরের কথা বলা হয়েছে হারুনের সমীক্ষায়, তাদের মধ্যে ১৩৩৪ জন আগেই ‘এলিট’ তালিকায় ছিলেন। বাকি ২৭২ জন বিদ্যুৎ গতিতে সম্পত্তির পরিমাণ বাড়িয়ে ‘এলিট’ ক্লাবে যোগ দিয়েছেন। তবে ১০০০ কোটি কিংবা তার বেশি সম্পত্তি রয়েছে যাঁদের, তাঁদের মধ্যে ২০৫ জনের সম্পত্তির পরিমাণ আগের তুলনায় কমেছে। ১০০০ কোটি ক্লাব থেকে পতন হয়েছে ৪৫ জনের।

উল্লেখ্য, ভারতের ধনীদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন গৌতম আদান। সম্পত্তির পরিমাণ ১১.৬ লক্ষ কোটি। দ্বিতীয় স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। সম্পত্তির পরিমাণ ১০.১৪ লক্ষ কোটি। তালিকার অন্য বড় নামগুলি হল সাইরাস পুনাওয়ালা, দিলীপ সাংভি, কুমার মঙ্গলম বিড়লা, হিন্দুজা, রাধাকৃষ্ণ দামানি, আজিম প্রেমজি, নীরজ বাজাজ প্রমুখ। হাজার কোটির ক্লাবে আছেন বলিউডের বাদশা শাহরুখ খানও।

 

[আরও পড়ুন: মোদিমন্ত্রেই থামবে যুদ্ধ! বাইডেনকে শান্তির ‘নীল নকশা’ দেবেন জেলেনস্কি?] 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement