সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই সংসদের বিশেষ অধিবেশনের (Special Session of Parliament) ডাক দিয়েছে কেন্দ্র। আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর চলবে এই বিশেষ অধিবেশন। সেই অধিবেশন কি বয়কট করবে বিরোধীরা? এই জল্পনা চলছিল। কিন্তু বুধবার সকালে এক সাংবাদিক সম্মেলনে এর জবাব দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Jairam Ramesh)। জানিয়ে দিলেন, তাঁরা অধিবেশন বয়কট করবেন না। বরং বিভিন্ন ইস্যু তুলে ধরবেন।
ঠিক কী বলেছেন তিনি? তাঁর কথায়, ”আমরা সিদ্ধান্ত নিয়েছি সংসদের বিশেষ অধিবেশন বয়কট করব না। এটাই আমাদের সুযোগ জনগণ ও সমস্ত দলের হয়েই ইস্যুগুলি তুলে ধরার। বিভিন্ন ইস্যু তুলে ধরার সেরা সুযোগ এটাই।” তবে সেই সঙ্গে আচমকা অধিবেশন ডাকা নিয়ে বিজেপিকে তোপও দেগেছেন তিনি। কোন কোন ইস্যু তুলে ধরার কথা ভাবছে বিরোধীরা? সেপ্রসঙ্গেও মুখ খুলেছেন হাত শিবিরের বর্ষীয়ান নেতা। তিনি জানিয়েছেন, মূলত ৯টি গুরুত্বপূর্ণ ইস্যু সংসদে উত্থাপন করবেন তাঁরা। মূল্যবৃদ্ধি, আর্থিক বৈষম্য, মধ্যবিত্তের হয়রানির মতো ইস্যু তোলার কথা জানিয়েছেন জয়রাম।
তিনি জানিয়েছেন, সোনিয়া গান্ধী মোদিকে চিঠি লিখেছেন। এপ্রসঙ্গে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”সোনিয়া গান্ধী তাঁর লেখা চিঠিতে (প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে) জানিয়েছেন, বিরোধীদের সঙ্গে কোনও আলোচনা না করেই এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। উনি অধিবেশনের এজেন্ডাগুলির বিস্তারিত বিবরণও চেয়েছেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.