Advertisement
Advertisement

চিকিৎসার জন্য আম্মাকে বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি দেননি শশীকলা!

“আম্মার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি৷”

We were denied permission to try and take Amma abroad for treatment: Panneerselvam
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 4, 2017 5:33 am
  • Updated:March 4, 2017 5:33 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্মার শারীরিক অবস্থার যখন ক্রমাগত অবনতি হচ্ছে, তখন তামিলনাড়ুর তৎকালীন দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভম জয়ললিতাকে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন৷ বিদেশে নিয়ে গিয়ে আম্মার চিকিৎসা করানোর প্রস্তাব দিয়েছিলেন তিনি৷ কিন্তু রাজি হননি শশীকলা৷ সম্প্রতি এই কথাই টুইট করে জানালেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভম৷

(আধার কার্ড না থাকলে আর মিলবে না মিড ডে মিল)

প্রসঙ্গত, আম্মার মৃত্যুর পর থেকে তামিলনাড়ুর রাজনীতি নিয়ে বিস্তর জলঘোলা চলছে৷ আম্মার মৃত্যুর কিছুদিনের মধ্যেই এআইএডিএমকে দলের দায়িত্ব গ্রহণ করেন জয়ললিতার দীর্ঘদিনের সঙ্গী শশীকলা নটরাজন৷ আর ঠিক তারপরই মুখ্যমন্ত্রীর পদ থেকে পন্নিরসেলভমকে অপসারিত করা হয়৷ পন্নিরের অপসারণের পর রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শশীকলারই দায়িত্ব নেওয়ার কথা ছিল৷ কিন্তু এরই মাঝে আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁকে দোষী ঘোষণা করে সুপ্রিম কোর্ট৷ বর্তমানে কারাবাসে রয়েছেন তিনি৷

Advertisement

(এসবিআই ব্যাঙ্কের নয়া নিয়ম, লাগু হচ্ছে ১ এপ্রিল থেকেই)

পন্নিরের আরও অভিযোগে আম্মা যখন অসুস্থ অবস্থায় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন, তখন আম্মার সঙ্গে দেখা করার সুযোগ পাননি পন্নির৷ খুব স্বাভাবিকভাবেই পন্নিরের এই মন্তব্য আম্মার অস্বাভাবিক মৃত্যুর দাবিকেই আবার উসকে দিল৷ এর আগে এআইএডিএমকে সদস্য পি এইচ পন্দিয়ান বলেছিলেন, “আম্মার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি৷”

(আইএএস অফিসার হতে চায় ‘বিস্ময় বালক’ অগস্ত্য)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement