সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কয়েক মাস। ডিসেম্বরেই গুজরাটের বিধানসভা (Gujarat Election 2022) নির্বাচন। বেজে গিয়েছে ভোটের দামামা। এই অবস্থায় দু’দিনের সফরে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ওয়াকিবহাল মহলের মতে, পাতিদার গোষ্ঠীকে কাছে টানতেই মোদির এই সফর। আর প্রথম দিনই মোদির ঘোষণা, ”আমি আজ যা হয়েছি তা গুজরাটের জন্যই।” পাশাপাশি হাসপাতাল তৈরির প্রসঙ্গেও কার্যত পাতিদার গোষ্ঠীরই প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি।
শনিবার রাজকোট ও গান্ধীনগরে দু’টি অনুষ্ঠানে থাকবেন মোদি। এর মধ্যে রয়েছে রাজকোটের আটকোটে সদ্য গড়ে ওঠা এক হাসপাতালের উদ্বোধন। পাতিদার গোষ্ঠীর তৈরি এই হাসপাতালের সূচনা করে মোদি ভোটের আগে আসলে ওই গোষ্ঠীকে কাছে টানতেই চাইছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এদিন আটকোটে মোদিকে বলতে শোনা গিয়েছে, ”এই ৮ বছরে আমাদের সৎ প্রচেষ্টা ছিল বাপু ও সর্দার পটেলের স্বপ্নের ভারত গড়ে তোলার। যেখানে দরিদ্র, দলিত, আক্রান্ত, উপজাতি, মহিলারা ক্ষমতাবান হবেন। যেখানে স্বাস্থ্যবিধি ও সুস্বাস্থ্য হবে জীবনধারণের একটি উপায়।” পাশাপাশি মোদি জানিয়েছেন, দরিদ্র ও মধ্যবিত্তদের জীবনযাত্রাকে সহজ করে তুলতেই নিরলস কাজ করে চলেছে তাঁর সরকার।
রাজকোটের হাসপাতালটি প্রসঙ্গে মোদি বলেন, ”যখন মানুষের চেষ্টা ও সরকারের প্রচেষ্টার মধ্যে যোগসূত্র তৈরি হয়ে যায়, তখন আমাদের সেবার শক্তি বৃদ্ধি পায়। রাজকোটের এই আধুনিক হাসপাতাল তারই বড় উদাহরণ হয়ে থাকল।” এরপর গুজরাটের প্রশংসায় তিনি জানান, ”আজ আমি যা হতে পেরেছি তা গুজরাটের জন্য।”
এদিকে ইউপিএ সরকারকেও কাঠগড়ায় তুলেছেন মোদি। তাঁর কথায়, ”আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলাম, কেন্দ্রের ইউপিএ সরকার ফাইল ক্লিয়ার করত না। গুজরাটে কোনও প্রকল্পের অনুমতি পাওয়া যেত না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.