মধ্যপ্রদেশের বিরোধী দলনেতা গোপাল ভার্গব
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘যদি ছোট থেকে আমরা আমিষ খাবার খাই, তাহলে একদিন নরখাদকে পরিণত হব।’ নিরামিষ খাবারের পক্ষে সওয়াল করতে গিয়ে অদ্ভুত এই যুক্তি দিলেন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক গোপাল ভার্গব। সম্প্রতি মধ্যপ্রদেশের স্কুলগুলির মিড ডে মিলে ডিম খাওয়ানোর সিদ্ধান্ত নেয় কমল নাথ মন্ত্রিসভা। এর প্রেক্ষিতে বুধবার সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা গোপাল ভার্গব।
আমিষ খাবারের কুফল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘ভারত যে সংস্কার মেনে চলে সেই সনাতন সংস্কৃতিতে মাংস খাওয়া নিষিদ্ধ। এটা না মেনে যদি ছোটবেলা থেকে আমরা মাংস খাই তাহলে একদিন নরখাদকে পরিণত হব। তবে অপুষ্টিতে ভোগা একটি সরকারের কাছ থেকে এর থেকে বেশি কী আশা করতে পারি? যারা ডিম খেতে চাইছে না তাদেরও ডিম দিচ্ছে ওরা। এভাবে মানুষকে যা খুশি খাওয়ার জন্য জোর করা যায় না।’
রাজ্যের বিরোধী দলনেতা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেও অবশ্য সরকারি পরিকল্পনায় কোনও পরিবর্তন হচ্ছে না। বুধবারও এই বিষয়টি স্পষ্ট করে দেন মধ্যপ্রদেশের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী ইমারতী দেবী। অপুষ্টির সঙ্গে মোকাবিলা করার জন্য আগামী মাস থেকে অঙ্গনওয়াডি স্কুলগুলির মিড ডে মিলে ডিম দেওয়া চালু হবে বলে জানান। আর বৃহস্পতিবার এপ্রসঙ্গে বিরোধী দলনেতার সমালোচনার জবাব দিতে গিয়ে ডিম আমিষ খাবার নয় বলেই উল্লেখ করেন।
এপ্রসঙ্গে তিনি বলেন, ‘বিরোধীরা যা খুশি তাই বলতে পারে। অপুষ্টিতে ভোগা শিশুদের যে ডাক্তাররা চিকিৎসা করছেন তাঁরা ডিম খাওয়ানোর পরামর্শ দিয়েছেন। ডিম শিশুদের স্বাস্থ্যের জন্য উপকারী বলে জানিয়েছেন। তাই ডিম ভাল। তাছাড়া ডিম কখনই আমিষ খাবারের তালিকায় পড়ে না, এটা নিরামিষ খাবারের মধ্যেই পড়ে।’
#WATCH Madhya Pradesh (MP) BJP leader Gopal Bhargava on MP government’s proposal to distribute eggs at Anganwadis says, “Bharat ke jo sanskar hain, sanatan sanskriti mein mansahaar nished hai. Agar bachpan se hi hum ise khaayenge toh bade ho kar nar bhakshi na ho jaayen.” (30.10) pic.twitter.com/s9INELUsYw
— ANI (@ANI) October 31, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.