Advertisement
Advertisement

Breaking News

Naravane

‘ভবিষ্যতের সংঘর্ষের ট্রেলার দেখছি আমরা’, আশঙ্কা সেনাপ্রধান নারাভানের

তাঁর কথায় উঠে এসেছে ২০২০ সালের গালোয়ান সংঘর্ষের কথাও।

We are witnessing trailers of future conflicts, says Army Chief Gen Naravane। Sangbad Pratidin

ফাইল ফটো

Published by: Biswadip Dey
  • Posted:February 3, 2022 4:01 pm
  • Updated:February 3, 2022 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের জনগণের প্রতি বিজেপির করা সবচেয়ে বড় অন্যায় হল, তারা চিন (China) আর পাকিস্তানকে (Pakistan) একসারিতে বসিয়ে দিয়েছে। প্রতিবেশী দুই দেশ সম্পর্কে রাহুল গান্ধীর (Rahul Gandhi) এই মতামতকে ঘিরে বিতর্কের মধ্যেই এবার সেনাপ্রধান নারাভানে (Gen MM Naravane) জানালেন, ভবিষ্যতের সংঘর্ষের সবেমাত্র ট্রেলার দেখেছে ভারত। এবং প্রতিপক্ষ দেশগুলি লাগাতার তাদের কৌশলগত লক্ষ্যপূরণের চেষ্টা করে চলবে। তাঁর এই আশঙ্কা থেকে পরিষ্কার, আগামী দিনে চিন, পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘর্ষ আরও ভয়ংকর আকার ধারণ করতে পারে।

বৃহস্পতিবার একটি অনলাইন সেমিনারে বক্তব্য রাখছিলেন সেনাপ্রধান। তখনই এই প্রসঙ্গে বক্তব্য রাখেন তিনি। নারাভানে বলেন, ”আমরা ভবিষ্যতের সংঘর্ষের ট্রেলার দেখছি। তথ্যের ময়দান, নেটওয়ার্ক ও সাইবার স্পেসে প্রতিদিনই তা চলছে। এমনকী অস্থির ও সক্রিয় সীমান্তেও এই খেলা চলছে। এই সব ট্রেলারের উপরে ভিত্তি করে আমরা আগামিদিনের ভবিষ্যৎ রণক্ষেত্রকে দেখতে পাচ্ছি।”

Advertisement

[আরও পড়ুন: ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা পরিসংখ্যান, চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা]

চিন ও পাকিস্তানের নাম অবশ্য নেননি নারাভানে। তবে ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিয়েছেন দুই পারমাণবিক শক্তিধর দেশই ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। যত সময় এগোচ্ছে, ততই প্রতিপক্ষ দেশগুলি নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছে। সেনাপ্রধানের কথায়, ”আমাদের প্রতিপক্ষরা তাদের কৌশলগত লক্ষ্যপূরণের চেষ্টা করে চলেছে। রাজনৈতিক, প্রতিরক্ষা ও অর্থনৈতিক- সব দিকেই ছদ্মবেশে লড়াই করে চলেছে।”

তাঁর কথায় উঠে এসেছে ২০২০ সালের গালোয়ান সংঘর্ষের কথাও। নারাভানে জানাচ্ছেন, সেই সময় থেকেই আরও বেশি করে প্রত্যক্ষ সংঘর্ষের পাশাপাশি ‘ধূসর আঞ্চলিক যুদ্ধ’ চালাচ্ছে শত্রুরা। দুই ধরনের লড়াইয়ের বিরুদ্ধেই লড়তে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান।

[আরও পড়ুন: চিড়িয়াখানার রক্ষীকে মেরে সঙ্গী সিংহকে নিয়ে চম্পট সিংহীর, আতঙ্ক শহরজুড়ে]

এদিকে সংসদে দাঁড়িয়ে মোদি (Narendra Modi) সরকারের বিদেশনীতির সমালোচনা করতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ভারতের জনগণের প্রতি বিজেপির করা সবচেয়ে অন্যায় হল, তাঁরা চিন আর পাকিস্তানকে একসারিতে বসিয়ে দিয়েছে। ভারতের উচিত ছিল চিন আর পাকিস্তানকে আলাদা আলাদা করে দেওয়া। কিন্তু এই সরকার ভারতের দুই শত্রুর মধ্যে সেতুবন্ধনের কাজ করেছে। রাহুলের অভিযোগ ছিল, চিনের পরিষ্কার পরিকল্পনা রয়েছে ভারতের বিরুদ্ধে। আর সেটা ওরা ডোকলাম এবং গালওয়ানে দেখিয়ে দিয়েছে। তাঁর এহেন মন্তব্য নিয়ে সমালোচনা ক্রমেই বাড়ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement