সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের মারাঠাভূমে রাজনৈতিক শোরগোল। এনসিপি (শরদ) প্রধান শরদ পওয়ারের এক মন্তব্যে জল্পনা শুরু হল মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে আগে কি ফের এক হয়ে যাচ্ছে এনসিপি? এনডিএ জোট ছেড়ে কাকা শরদ পওয়ারের ছত্রছায়ায় রাজনীতি শুরু করতে চলেছেন অজিত পওয়ার? তেমনই ইঙ্গিত দিয়ে এদিন সংবাদ মাধ্যমকে শরদ জানান, ‘বাড়িতে আমরা একসঙ্গেই আছি।’
২০২৩ সালের ২ জুলাই কাকা শরদ পওয়ারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এনডিএ-তে যোগ দেন অজিত পওয়ার। এই ঘটনায় পুরোপুরি বদলে যায় এনসিপির সমীকরণ। অজিত-সহ ন’জন বিদ্রোহী এনসিপি বিধায়কের মন্ত্রিত্ব এবং ভাল দফতর লাভের পরে পরিষদীয় দলের অন্দরে ক্রমশ তাঁর শিবিরের পাল্লা ভারী হতে থাকে। সাংসদদের একাংশও তাঁর দিকে যান। শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশে দলের নিয়ন্ত্রণ যায় অজিতের হাতেই। সেই ঘটনার পর সময় যত গড়িয়েছে মারাঠাভূমে ধীরে ধীরে শক্তি বাড়িয়েছে ‘মহা বিকাশ আঘাড়ি’। লোকসভা নির্বাচনে ফলাফলেই যা স্পষ্ট।
এহেন পরিস্থতিতেই মারাঠা রাজনীতিতে দাবি উঠেছে, কাকা-ভাইপো জুটির এবার একত্রে আসা উচিৎ। এই ইস্যুতেই সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অজিত প্রসঙ্গে শরদ বলেন, ‘একই পরিবারের সদস্য হিসেবে বাড়িতে একসঙ্গেই রয়েছি আমরা।’ তবে শরদ এটাও জানান, অজিত একটি ভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছে। উল্লেখ্য, চব্বিশের লোকসভা নির্বাচনে বারামতিতে সুপ্রিয়া সুলের বিরুদ্ধে নিজের স্ত্রী সুনেত্রা পওয়ারকে প্রার্থী করেছিলেন অজিত। পরে যা নিয়ে ভুল স্বীকারও করেন তিনি। সে প্রসঙ্গে অজিতকে প্রশ্ন করা হলে শরদ বলেন, ‘ও অন্য রাজনৈতিক দলের নেতা। আমি কেন অন্য দলের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করব?’ তবে এসব পিছনে ফেলে শরদের একটি মন্তব্যই মহারাষ্ট্র রাজনীতিতে শোরগোল ফেলেছে। তা হল, ‘আমরা একই পরিবারের সদস্য।’
শরদের এই মন্তব্যের পর অজিতের এনসিপি ফেরার জল্পনা একেবারেই অমূলক নয় বলে মনে করছে রাজনৈতিক মহল। কাকাকে ছেড়ে একা লড়তে গিয়ে লোকসভায় মাত্র একটি আসনে কোনওমতে জয় পেয়ে মুখ রক্ষা করেছে অজিতের দল এনসিপি। এনডিএ শরিক হিসেবে কেন্দ্রীয় মন্ত্রিত্বের দাবি জানালেও অজিতের সে আশা পূরণ করেনি মোদি-শাহরা। এই অবস্থায় রাজনীতিতে ধুরন্ধর অজিত ভালোই বোঝেন কাকার সঙ্গ ছেড়ে থাকা একেবারেই নিরাপদ নয়। তাছাড়া লোকসভার ফলাফল যে শিক্ষা দিয়েছে তাতে দল ভাঙানোর খেলা মানুষ ভালো চোখে নিচ্ছে না। ভবিষ্যৎ পরিণতির দিকে নজর রেখেই কাকার হাত ধরতে আগ্রহী ভাইপো। এবার শরদের ইঙ্গিতপূর্ণ বার্তায় রাজনৈতিক মহলের দাবি, ‘সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.