Advertisement
Advertisement

Breaking News

‘গণতন্ত্র বাঁচাতে’ রাহুলের পাশে চন্দ্রবাবু, বিরোধীদের জোট বাঁধার আহ্বান

ইউপিএ শিবিরের মুখ কে? প্রশ্ন এড়ালেন রাহুল৷

We Are Coming Together, Says Rahul Gandhi After Meeting Chandrababu Naidu
Published by: Kumaresh Halder
  • Posted:November 1, 2018 6:57 pm
  • Updated:November 1, 2018 6:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদীকে হটাতে আগামী লোকসভা নির্বাচনে অবিজেপি শক্তিগুলি এক ছাতার নিচে আনার মরিয়া চেষ্টা চালালেনে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও  অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। দেশের গণতন্ত্র রক্ষা ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলির উপর নেমে আসা বিপর্যয় ঠেকাতে কংগ্রেসকে সঙ্গে নিয়ে এক যোগে লড়াইয়ের বার্তা দিলেন দক্ষিণের নেতা নাইডু৷

[সুপ্রিম নির্দেশের পরও রাফালের দাম জানাতে নারাজ কেন্দ্র!]

লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বৃহস্পতিবার কংগ্রেস সভাপতির সঙ্গে দেখা করেন নাইডু৷ এনডিএর সঙ্গ ছাড়ার পর এই প্রথম রাহুলের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে টিডিপি প্রধান নাইডু বলেন, ‘‘দেশের গণতন্ত্র রক্ষার জন্য অবেজেপি শক্তিগুলির এক হওয়া প্রয়োজন৷ আর সেই কারণে আজ, আমাদের এই বৈঠক৷’’ এদিন রাজধানীতে লোকসভা নির্বাচনকে মাথায় রেখে রাফালে, সিবিআই, ইডি ও সুপ্রিম কোর্টে বিজেপির হস্তক্ষেপ ইস্যু-সহ একাধিক ইস্যুতে কথা বলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, এনসিপি নেতা শরদ পাওয়ার, টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু৷ বিজেপিকে হারাতে আঞ্চলিক দলগুলিকে কীভাবে এক ছাতার নিচে আনা সম্ভব, তা নিয়েও আলোচনা হয়৷

Advertisement

[সুপারহিট কেরলের ঠাকুমা, ছিয়ানব্বই বছরে পরীক্ষায় পেলেন ৯৮শতাংশ নম্বর]

বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে চন্দ্রবাবু নাইডু বলেন, ‘‘দেশের গণতন্ত্র বাঁচাতে জোট প্রয়োজন৷ এই কাজের গুরুদায়িত্ব কংগ্রেসের৷’’ জোট প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্য, ‘‘দেশের স্বার্থে নির্দিষ্ট বেশ কিছু ইস্যুতে আমরা সহমত হয়েছি৷ আর এই সহমতের ভিত্তিতে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব৷ এই লড়াইয়ে আমরা বাকি অবিজেপি দলগুলিকে পাশে পেতে চাই৷’’        

 

এদিন কংগ্রেস সভাপতির সঙ্গে চন্দ্রবাবু নাইডুর বৈঠক ঘিরে তুঙ্গে ছিল রাজনৈতিক উত্তাপ৷ কেননা, গত মার্চে বিজেপির সঙ্গ ছেড়ে দেশের রাজনীতিতে শক্তি বাড়ানোর মরিয়া চেষ্টা করেন নাইডু৷ মায়াবতী, অরবিন্দ কেজরিওয়াল, ফারুক আবদুল্লা, প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা ও শরদ যাদবের সঙ্গেও দফায় দফায় আলোচনায় বসেন তিনি৷ পরে, গত বাদল অধিবেশনে কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা এনে কংগ্রেসের সঙ্গে সখ্য বাড়িয়ে জাতীয় রাজনীতিতে মুখ হয়ে ওঠেন৷ কিন্তু দেশের রাজনীতিতে বিজেপি বিরোধী মুখ হয়ে উঠলেও, ইউপিএ শিবিরের মুখ কে? রাহুল না চন্দ্রবাবু? কৌশলে প্রশ্ন এড়িয়ে কংগ্রেস সভাপতির মন্তব্য, ‘দেখুন না, আগে কী হয়!’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement