Advertisement
Advertisement

ধর্মীয় রাজনীতি করবে না বিজেপি: রাজনাথ সিং

সুপ্রিম কোর্টের সঙ্গে সহমত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

We agree with SC's order. Religion & caste based politics shouldn't be done: Rajnath Singh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 3, 2017 1:58 pm
  • Updated:January 3, 2017 1:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি ধর্মীয় রাজনীতির মাধ্যমে দেশে কোনও অসহিষ্ণুতার পরিবেশ তৈরি করতে চায় না৷ স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ ধর্মের নামে রাজনীতি বন্ধ করার জন্য সম্প্রতি সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তারই প্রসঙ্গে এই কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ ধর্মের নামে ভোট চাওয়া যাবে না, কার্যত এই কথাই স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ নির্বাচনের ক্ষেত্রে ধর্মীয় নিরপেক্ষতা বজায় রাখার পক্ষেই সোমবার জোড়াল সওয়াল করা হয় সর্বোচ্চ আদালতে৷ আর আদালতের এই সিদ্ধান্তের পক্ষ নিলেন রাজনাথ৷ তিনি বলেন, “সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের সঙ্গে সহমত৷ ধর্ম এবং জাতিভিত্তিক রাজনীতি করা কখনই উচিত নয়৷ ধর্মের বশবর্তী হয়ে রাজনৈতিক মেরুকরণ কখনই উচিত নয়৷”

এদিন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করার পাশাপাশি বেঙ্গালুরুতে মহিলাদের যৌন নিগ্রহের বিষয়েও মুখ খোলেন তিনি৷ বলেন, “মহিলাদের সম্মান রক্ষা করা যে কোনও রাজ্যের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব৷ সেই বিষয়টি নিয়ে সরকারের সচেতন হওয়া উচিত৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement