সোমনাথ রায়, নয়াদিল্লি: পঞ্চায়েত ভোটের সময় নিজের গড়ে নেই কেষ্ট। তা সত্ত্বেও অনুব্রতহীন বীরভূমে দাপট দেখিয়েছে তৃণমূল কংগ্রেস। জেলা পরিষদের ৫২টি আসনের মধ্যে ৫১টিই ঘাসফুল শিবিরের দখলে। তিহাড়ে বসেই সে খবর পৌঁছে গিয়েছে দোর্দণ্ডপ্রতাপ নেতার কাছে। আর তাতেই উচ্ছ্বসিত কেষ্ট।
গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রতর (Anubrata Mandal) বর্তমান ঠিকানা তিহাড়। অসুস্থতার কারণে বুধবার রাউস অ্যাভিনিউ কোর্টে ভারচুয়ালি পেশ করা হয় তাঁকে। একইসঙ্গে ভারচুয়ালি হাজিরা দেন বিকাশ মিশ্র, এনামুল। সশরীরে হাজিরা দেন সতীশ কুমার, সায়গল হোসেন, মণীশ কোঠারি এবং অনুব্রতকন্যা সুকন্যা মণ্ডল। এদিন বিচারপতি জানতে চান গরু পাচারে অভিযুক্ত বিনয় মিশ্র কোথায়? তাতে আইনজীবী জানান, সরকার বিনয় মিশ্রকে পলাতক ঘোষণা করেছে।
এদিকে, শুনানি শেষে অনুব্রতর আইনজীবী সম্পৃক্তা ঘোষাল জানান, অসুস্থতার কারণেই এদিন সশরীরে উপস্থিত হতে পারেননি অনুব্রত। তবে জেলে বসেও তাঁর মন পড়েছিল বীরভূমের দিকেই। পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election 2023) তাঁর এলাকা কী ফল করল, তা জানতে উৎসাহ ছিল প্রবল। আইনজীবীই তাঁকে জানান, বীরভূমে তৃণমূলের জয়জয়কারের কথা। যা শুনে দারুণ খুশি কেষ্ট। তবে এমন দিনে নিজের এলাকায় থাকতে না পারা কষ্ট দিচ্ছে তাঁকে বলেই জানান তাঁর আইনজীবী।
রাউস অ্যাভিনিউ কোর্টে ১৮ আগস্ট মামলার পরবর্তী শুনানি। তবে তার আগে ১৮ জুলাই দিল্লি হাই কোর্টে জামিনের আবেদনের শুনানি রয়েছে অনুব্রত মণ্ডলের। সেই শুনানিতে স্বস্তি মেলে কি না, সেদিকেই তাকিয়ে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.