Advertisement
Advertisement

সোনুর মাথা কামিয়ে জুতোর মালা পরালে ইনাম ১০ লক্ষ টাকা, ফতোয়া মৌলবীর

সোনুর মন্তব্যের প্রতিবাদে কলকাতায় মিছিলের ঘোষণা৷

WB Mullah issues Fatwa on Sonu Nigam
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 19, 2017 5:56 am
  • Updated:October 8, 2019 4:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনু নিগমের আজান টুইট ঘিরে বিতর্কে নয়া মাত্রা যোগ করলেন পশ্চিমবঙ্গের মাইনোরিটি ইউনাইটেড কাউন্সিলের সহ-সভাপতি সৈয়দ শাহ আতিফ আলি আল কুদেরি৷ সোনুর মাথা কামিয়ে, জুতোর মালা পরে ঘোরালে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করলেন তিনি৷

[ ‘আজানে প্রশ্ন, সোনু কি রাজ্যসভায় বিজেপি সাংসদ হওয়ার স্বপ্ন দেখছেন?’ ]

Advertisement

আজানে লাউডস্পিকারের ব্যবহার নিয়ে সোনুর মতের বিপক্ষে প্রচুর মন্তব্য এসেছে৷ বহু মানুষই সোনুর টুইটের নিন্দা করেছেন, পাল্টা প্রশ্নও তুলেছেন৷ তার জবাবও দিয়েছেন গায়ক৷ সাফ জানিয়েছেন, তিনি ইসলামের বিরোধিতা করেননি৷ কেননা তাঁর টুইটে মন্দির ও গুরুদ্বারের কথাও উল্লেখ ছিল৷ যদিও এদিকে এই টুইটের জেরেই সোনুর নামে ফতোয়া জারি করলেন এই মৌলবী৷ তাঁর দাবি, তীব্র দেশবিরোধী কথা বলেছেন সোনু৷ এরপর তিনিও কোনও মন্দির থেকে ঘণ্টাধ্বনি এলে এভাবেই প্রতিক্রিয়া জানাবেন৷ তাঁর মত, এভাবেই যদি দেশের প্রত্যেকে একে অপরের ধর্মাচরণ সম্পর্কে অসহিষ্ণু হয়ে পড়ে তাহলে ঘোর সমস্যা দেখা দেবে৷ আর তাই সোনুর মতো লোককে দেশ থেকে বিতাড়িত করা উচিত বলেই দাবি তুলেছেন তিনি৷ সেই সঙ্গে জারি হয়েছে ফতোয়াও৷ কাউন্সিলের সাধারণ সম্পাদক সাবির আলিও এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন৷ জানিয়েছেন, প্রতি ধর্মেই সকালে ওঠার কথা আছে৷ মুসলিমদের ক্ষেত্রে যেমন নমাজ, হিন্দুদের ক্ষেত্রে তা সূর্য নমস্কার৷ তাহলে আজানের শব্দ নিয়ে এত অভিযোগ আসছে কেন৷ তাঁর দাবি, আজান নয়, বরং সোনুর স্টুডিওর শব্দে মানুষের কান ঝালাপালা হয়ে যায়৷ তাঁর আরও দাবি, বাংলার গায়ক অরিজিৎ সিংয়ের কাছে ক্রমাগত হেরে যাচ্ছেন সোনু৷ তাঁর গানের শোয়ের চুক্তি চলে যাচ্ছে অরিজিতের কাছে৷ আর তাই তিনি যেন সকালে উঠে আজানের শব্দ শোনা অভ্যাস করেন৷

‘নমাজের জন্য আজান জরুরি, লাউডস্পিকার নয়’ ]

সংগঠনের তরফে জানানো হয়েছে, রানি রাসমনি অ্যাভিনিউতে সোনুর বিরুদ্ধে মিছিল বের করা হবে৷ সংগঠনের দাবি, সোনু ও আরএসএস-এর কিছু লোক ক্রমাগত হজরতকে অপমান করে চলেছেন৷ তাঁদের বার্তা দিতেই এই মিছিল সংগঠিত করা হবে৷ সব ধর্মের মানুষই এই মিছিলে অংশ নিতে পারেন বলে জানানো হয়েছে৷

‘আজান শুনতে দারুণ লাগে’, প্রিয়াঙ্কার ভিডিওয় সোনুকে জবাব নেটিজেনদের ]

জবাবে সোনু জানিয়েছেন, এটা কি ধর্মীয় গুণ্ডাগিরি নয়? এরপর শ্লেষ করে বলেছেন, তিনি নিজেই মাথা কামিয়ে ফেলছেন৷ মৌলবী যেন দশ লক্ষ টাকা তৈরি রাখেন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement