Advertisement
Advertisement

Breaking News

Malay Ghatak

দিল্লি হাই কোর্টের সুরক্ষাকবচ, কয়লা পাচার মামলায় আপাতত স্বস্তিতে মন্ত্রী মলয় ঘটক

এপ্রিলের শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারবে না ইডি।

WB minister Malay Ghatak gets relief for short time from Delhi HC in coal scam | Sangabd Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:April 14, 2023 9:33 pm
  • Updated:April 14, 2023 9:33 pm  

শেখর চন্দ্র, আসানসোল: দিল্লি হাই কোর্ট থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ‘সুরক্ষা’ পেলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)। এই মর্মে মৌখিক আশ্বাস পেয়েছেন তিনি। কয়লা পাচার (Coal scam)মামলায় ২৬ এপ্রিল পর্যন্ত মন্ত্রীর বিরুদ্ধে কোনও কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না। এর আগে ইডি (ED) এই মামলায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে একাধিকবার তলব করেছে। উপস্থিতি এড়াতে মলয় ঘটক দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন। বুধবার মন্ত্রী ও বিধায়কদের বিশেষ বেঞ্চে এই বিষয়ে শুনানি হয়। মলয় ঘটকের ক্ষেত্রে ইডির বক্তব্য জানতে নোটিস জারি করেছে দিল্লি হাই কোর্ট। কীসের ভিত্তিতে মলয় ঘটককে তলব করা হয়েছে? আদালত তা জানতে চায়। এই বিষয়ে পরবর্তী শুনানি ২৬ এপ্রিল। ততদিন পর্যন্ত মলয় ঘটকের বিরুদ্ধে কোনও কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না। দিল্লি হাই কোর্ট ইডিকে মৌখিক নির্দেশ দেয়।

কাকতালীয়ভাবে, গত মাসের শেষে, কয়লা পাচার মামলায় আইনমন্ত্রী মলয় ঘটককে ইডি দিল্লিকে তলব করেছিল। তাঁর সহকারীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। গত ২৯ মার্চ, মলয়কে দিল্লির প্রত্যাবর্তন ভবনে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু সেদিন হাজির হননি রাজ্যের আইনমন্ত্রী। তবে এরপর তিনি দিল্লি হাই কোর্টের দরজায় কড়া নাড়েন। প্রথম দফায় আদালত তাঁকে ১২ এপ্রিল অর্থাৎ বুধবার পর্যন্ত নিরাপত্তা দিয়েছিল। এবার তিনি আরও ১৪ দিনের সুরক্ষা পেয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: অন্য নারীতে মন! মেয়ে-জামাইয়ের সাহায্যে যৌনাঙ্গ কেটে স্বামীকে ‘খুন’ স্ত্রীর]

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে কলকাতা ও আসানসোলে মলয় ঘটকের বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালায় সিবিআই। কলকাতায় মন্ত্রীর সরকারি বাসভবনেও তাঁকে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বেশ কয়েকজন ইসিএল আধিকারিককে গ্রেপ্তারের পর, সিবিআই মলয় ঘটকের বিরুদ্ধে কয়লা চোরাচালান মামলায় তদন্ত শুরু করেছে। একই সময়ে, মলয় ঘটক এখন এই মামলায় ইডি-র নোটিসে রয়েছে। আগামী ২৬ এপ্রিল এই বিষয়ে পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।

[আরও পড়ুন: পুরুষাঙ্গের প্রতি আসক্তি, বৈঠকের ফাঁকে সঙ্গম! যৌনকেচ্ছায় ভরা মার্কিন প্রেসিডেন্টদের ইতিহাস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement