Advertisement
Advertisement
CV Ananad Bose

হাতেখড়ির পরদিনই দিল্লির বাংলা মাধ্যম স্কুলে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস!

হাতেখড়ি বিতর্কের মধ্যেই গতকাল দিল্লি গিয়েছেন রাজ্যপাল।

WB Governor CV Ananad Bose visits Bengali School in Delhi | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 27, 2023 1:17 pm
  • Updated:January 27, 2023 4:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিন আগেই বাংলা শিক্ষায় হাতেখড়ি হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের। রাজভবনে ঘটা করে সেই হাতেখড়ির অনুষ্ঠানও হয়েছে। ঠিক তার পরদিনই দিল্লির এক বাংলা মাধ্যম স্কুলে গিয়ে হাজির হলেন রাজ্যের রাজ্যপাল। তবে দিল্লির ওই স্কুলে পড়াশোনা করতে যাননি সিভি আনন্দ বোস (CV Anand Bose)। গিয়েছেন প্রধানমন্ত্রীর এক অনুষ্ঠান শুনতে।

আসলে আজ সকালেই পরীক্ষার্থীদের নিয়ে ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠান করেছেন প্রধানমন্ত্রী। রাজ্যপাল প্রধানমন্ত্রীর সেই অনুষ্ঠান শুনতেই দিল্লির ওই স্কুলে গিয়েছেন। আসলে গতকাল হাতেখড়ি পর্ব শেষ করেই দিল্লি চলে গিয়েছিলেন রাজ্যপাল। তাই দিল্লিতেই একটি স্কুলে গিয়ে ওই অনুষ্ঠান শুনেছেন তিনি। দিল্লির বুকে বাংলা স্কুলে গিয়ে পরীক্ষা পে চর্চা (Pariksha Pe Charcha) শোনাটাও বেশ তাৎপর্যপূর্ণ। আসলে রাজ্যপাল নিজের বাংলার প্রতি টান বা ভালবাসা বোঝাতে চেষ্টার কসুর করছেন না। আগেই তিনি জানিয়ে দিয়েছেন, বাংলা শিখবেন। সেই মতো হাতেখড়িও নিয়েছেন এবার চলে গেলেন বাংলা স্কুলে। তাঁর সব পদক্ষেপই বেশ তাৎপর্যপূর্ণ।

Advertisement

[আরও পড়ুন: এখনই ভোট হলে বহু আসন কমবে NDA’র, গুরুত্বপূর্ণ হতে পারে আঞ্চলিক দলগুলি, বলছে সমীক্ষা]

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যপালের বাংলা ভাষা শিক্ষার হাতেখড়ি নিয়ে গতকাল থেকেই বেশ সরগরম রাজ্য রাজনীতি। আমন্ত্রণ সত্ত্বেও রাজ্যপালের হাতেখড়িতে ছিলেন না শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জভবনের চা চক্রে যোগ দিলেও হাতেখড়িতে ছিলেন না বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও (Biman Bose)। শোনা যাচ্ছে, রাজ্যপালের একের পর এক আচরণে ক্ষুব্ধ বঙ্গ বিজেপির নেতারা। দিল্লিতে তাঁর বিরুদ্ধে নালিশও হয়েছে।

[আরও পড়ুন: ‘দেশের জন্য প্রাণ দিতে চাই’, সাধারণতন্ত্র দিবসে বাড়িতে তেরঙ্গা তুলে ঘোষণা প্রাক্তন জঙ্গির]

তারপরই দিল্লি সফরে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন সকালে পরীক্ষা পে চর্চা শোনার পর আর কী কী কর্মসূচি তাঁর থাকে সেদিকে নজর থাকবে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে তাঁর। সূত্রের খবর, অমিত শাহের সঙ্গেও বৈঠক হতে পারে বাংলার রাজ্যপালের। উল্লেখ্য, প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) সঙ্গে নবান্নের সম্পর্ক মোটেও ভাল ছিল না। টুইটার কিংবা চিঠির লড়াই প্রায় সবসময় লেগেই থাকত। যদিও বর্তমান রাজ্যপালের সঙ্গে রাজ্যের সম্পর্ক এখনও পর্যন্ত বেশ স্বাভাবিক। সম্প্রতি বাংলা ভাষায় হাতেখড়ি বিতর্কের মাঝে রাজ্যপালের দিল্লিতে গিয়ে ধনকড়ের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement