সোমনাথ রায়, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে ক্রমেই বেড়ে চলেছে নারী নির্যাতনের ঘটনা। মুখে বড় বড় কথা বললেও এই বিষয়ে সম্পূর্ণ ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। শুক্রবার এই অভিযোগ জানিয়ে সংসদ ভবনের বাইরে থাকা গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান রাজ্যের বিজেপি (BJP) সাংসদরা।
আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির সভাপতি ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ, মহিলা মোর্চার সভানেত্রী ও হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বাঁকুড়ার সাংসদ ড.সুভাষ সরকার, সৌমিত্র খাঁ, জ্যোর্তিময় মাহাতো, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর-সহ অন্য সাংসদরা। গান্ধী মূর্তির পাদদেশে গণতন্ত্র বাঁচাও এবং নারী নির্যাতন বন্ধ করার দাবিতে লেখা পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।
পরে এপ্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা। তার পাশাপাশি রাজ্যের প্রচুর মহিলা তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। রাজ্যের মানুষের প্রতিনিধিত্ব করার জন্যই তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। তা সত্ত্বেও রাজ্যের মহিলাদের ওপর প্রতিনিয়ত যেভাবে অত্যাচার চলছে। রাস্তাঘাটে প্রতিমুহূর্তে তাঁদের ওপর নির্যাতন চালানো হচ্ছে, তা খুবই দুর্ভাগ্যজনক। এই ধরনের ঘটনা আটকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তাই আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। তৃণমূল সুপ্রিমো অন্য রাজ্যের মহিলা নির্যাতন নিয়ে সমালোচনা করলেও নিজের রাজ্যের ঘটনা সম্পর্কে চুপ থাকছেন। নির্যাতিতাদের রক্ষার জন্য কোনও ব্যবস্থাই নিচ্ছেন না। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ‘
প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই রাজ্যের হাল নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়কে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদে তিনি যখন বক্তব্য রাখছিলেন তখন সৌগতবাবু শাহিনবাগ নিয়ে মন্তব্য করতে যান। তাঁকে থামিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দাদা, পশ্চিমবঙ্গের পীড়িত লোকেরা এখানে বসে রয়েছে। সেখানে কী চলছে তারা যদি সবার সামনে সেই মুখোশ খুলে দেয় তাহলে আপনাদের অসুবিধা হবে। ওখানে কীভাবে নির্দোষ লোকেদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে তা মানুষ ভালভাবেই জানে।’
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.