Advertisement
Advertisement

Breaking News

Uttarakhand

বাংলার নিয়োগ দুর্নীতির আঁচ উত্তরাখণ্ডের পাহাড় চূড়ায়, পোস্টারে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের

অভিনব প্রতিবাদের সাক্ষী রইল উত্তরাখণ্ডের পর্বত।

WB aspirants raise protest poster on the top mountain of Uttarakhand | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:May 31, 2023 1:55 pm
  • Updated:May 31, 2023 1:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের গণ্ডি পেরিয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে আন্দোলন পৌঁছে গেল পাহাড় চূড়ায়। এবার উত্তরাখণ্ডের (Uttarakhand) পাহাড় থেকে আন্দোলনের সুর চড়ালেন পশ্চিমবঙ্গের আন্দোলনকারীরা। ১৫ হাজার ফুট উচ্চতা থেকে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পশ্চিমবঙ্গের উচ্চ প্রাথমিকের (Upper Primary) চাকরিপ্রার্থীরা। তুষারশুভ্র পর্বতের শিখরে চড়ে অভিনব প্রতিবাদ দেখল উত্তরাখণ্ড।

Advertisement

দীর্ঘ ন’ বছর ধরে উচ্চ প্রাথমিকে চাকরির জন্য আন্দোলনরত পশ্চিমবঙ্গের আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। এই চাকরিপ্রার্থীদের হাত ধরেই কলকাতা-সহ বিভিন্ন জেলায় অভিনব প্রতিবাদ দেখেছে পশ্চিমবঙ্গ। কখনও রাজপথে বসে, আবার কখনও পুলিশের ব্যারিকেড ভেঙে প্রতিবাদ দেখিয়েছেন এঁরা। এবার সেই চাকরিপ্রার্থীরাই আন্দোলনের পথ বেছে নিলেন অন্য পথে। উত্তরাখণ্ডে পর্বতারোহণের (Climbing) পর তাঁরা পতাকা উত্তোলনের পাশাপাশি প্রতিবাদী পোস্টার তুলে ধরেন। তাতে লেখা, ”আপার প্রাইমারিতে নিয়োগ চাই। মামলাকে ঢাল করে কমিশনের ৯ বছরের ছলচাতুরি বন্ধ হোক।”

[আরও পড়ুন: ‘গুণধর’ ছেলে-বউমার অত্যাচারে ঘরছাড়া বৃদ্ধ, বাড়ি ফেরাল হাই কোর্ট]

১৫০০০ ফুট উচ্চতায় উত্তরাখণ্ডের পাহাড় থেকে প্ল্যাকার্ড আর স্লোগানের (Slogans) মাধ্যমে প্রতিবাদ জানালেন তাঁরা। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে যত ক্ষোভ রয়েছে তাঁদের, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হল উত্তরাখণ্ডের হিমশৈলের ওপরে। উত্তরাখণ্ড থেকে পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতির (Recruitment scam) বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। বুঝিয়ে দিলেন, পথ যতই চড়াই-উতরাই হোক, আন্দোলনের রাস্তা থেকে সরে আসবেন না তাঁরা। পর্বতকে সাক্ষী করে চাকরিপ্রার্থীদের এহেন  প্রতিবাদ সত্যিই নজিরবিহীন। 

[আরও পড়ুন: অরুণলাল-আশিস বিদ্যার্থীর পর এবার লক্ষ্মণ শেঠ, সাতাত্তরের দাপুটে নেতা ফের ছাদনাতলায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement