সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের ওয়ানড়ে ভয়াবহ ভূমিধসে (Wayanad landslides) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ধস এবং প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ১০৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। নিখোঁজ বহু। সংখ্যাটা শতাধিক। পরিস্থিতির গুরুত্ব বুঝে সেনাবাহিনীকে আগেই নামানো হয়েছিল। মঙ্গলবার বিকালের দিকে নামানো হয়েছে নৌসেনা ও বায়ুসেনাকেও। রাজ্য ও কেন্দ্র দুই তরফেই যৌথভাবে শুরু হয়েছে উদ্ধারকাজ। যদিও ভারী বৃষ্টির জেরে প্রতি মুহূর্তে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের।
সংকটের মুহূর্তে ওয়ানড়বাসীর পাশে দাঁড়াতে সেখানে যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবং ওই কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল মঙ্গলবার জানিয়েছেন, রাহুল এবং প্রিয়ঙ্কা ওয়েনাড় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কেরলের সাংসদ বেণুগোপাল সরকারের সঙ্গে সহযোগিতার বার্তা দিয়েছেন। তিনি বলেন, “এই সংকটের সময় মানুষের প্রাণ বাঁচানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে।”
সোমবার গভীর রাতে ওয়ানড়ের কালপেট্টা থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে অবস্থিত মেপ্পাদির পাহাড়ি অঞ্চলের একাধিক পাহাড়ে ধস নামে। রাত ১টা নাগাদ মুন্ডাক্কাই টাউনের কাছে প্রথম ধসের খবর পাওয়া যায়। এর ঘণ্টা তিনেক পর ওই এলাকায় এক স্কুলের কাছে দ্বিতীয় ধস নামে। আশেপাশের বাড়ি ও দোকানের মধ্যে জল কাদা ঢুকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। ভেসে যায় একাধিক গাড়ি, ভেঙে গিয়েছে রাস্তা, সেতু। নদীতে ভাসতে দেখা যাচ্ছে মৃতদেহ। ধসের জেরে নিশ্চিহ্ন হয়ে পড়েছে গ্রামের পর গ্রাম। এই ঘটনায় এলাকায় অন্তত ৪০০টি পরিবার আটকে পড়ে। মৃত্যু শতাধিক। কেন্দ্রের তরফে ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। স্বজনহারাদের ২ লক্ষ টাকা করে সাহায্য করা হবে কেন্দ্রের তরফে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ২০১৯ থেকে ওয়ানড়ের সাংসদ। এবারও কেরলের ওই কেন্দ্র থেকে জিতেছিলেন বড় ব্যবধানে। তবে এবার রাহুল নিজের মায়ের কেন্দ্র রায়বরেলি ধরে রাখেন। এবং ঘোষণা করেন ওয়ানড়ে তাঁর বদলে প্রার্থী হবেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। ওয়ানড় বাসীর দুর্দশায় পাশে দাঁড়াতে যাচ্ছেন দুজনই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.