Advertisement
Advertisement

Breaking News

Priyanka Gandhi

রাহুলের ছেড়ে আসা ওয়ানড়ে প্রার্থী প্রিয়াঙ্কা, কমিশন ভোটের দিন জানাতেই ঘোষণা কংগ্রেসের

প্রিয়াঙ্কার বিরুদ্ধে প্রার্থী দেবে কংগ্রেসেরই ইন্ডিয়া জোটের সঙ্গী সিপিআই।

Wayanad Bypoll: Congress fields Priyanka Gandhi Vadra after Rahul Gandhi vacates seat
Published by: Subhajit Mandal
  • Posted:October 15, 2024 9:40 pm
  • Updated:October 19, 2024 8:59 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: সরকারিভাবে নির্বাচনী রাজনীতিতে পা রাখলেন প্রিয়াঙ্কা গান্ধী! রাহুল গান্ধীর ছেড়ে আসা ওয়ানড় আসনে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন সোনিয়াকন্যা। মঙ্গলবার নির্বাচন কমিশন ওয়ানড়ের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতেই ওই কেন্দ্রে প্রার্থী হিসাবে প্রিয়াঙ্কার নাম জানিয়ে দিল কংগ্রেস।

চব্বিশের লোকসভা ভোটে গান্ধী-গড় রায়বরেলি ও নিজের কেন্দ্র ওয়ানড়– দুটি আসন থেকেই লড়েন রাহুল গান্ধী। দুই আসনেই বিশাল ব্যবধানে জিতেছেন তিনি। একটি আসন তাঁকে ছাড়তেই হতো। শেষ পর্যন্ত মায়ের ছেড়ে যাওয়া আসন রায়বরেলি রেখে ওয়ানড় ছাড়ার সিদ্ধান্ত নেন রাহুল। আর দাদার ছেড়ে যাওয়া সেই কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী।

Advertisement

প্রিয়াঙ্কা রাজনীতির সঙ্গে যুক্ত বহুদিন ধরেই। কিন্তু ভোটে লড়াইয়ে সোনিয়াকন্যার আগমন নিয়ে দীর্ঘ সময় ধরে জল্পনা-কল্পনা চলেছে। যে কোনও বড় নির্বাচন এলেই ভেসে ওঠে তাঁর নাম। এমনকী গত লোকসভা নির্বাচনে বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তাঁর প্রার্থী হওয়া নিয়েও জল্পনা ছিল। যদিও শেষপর্যন্ত প্রিয়াঙ্কাকে সেই কঠিন লড়াইয়ে ফেলেনি দল। অবশেষে অপেক্ষাকৃত নিরাপদ ওয়ানড় কেন্দ্র থেকে লড়ছেন তিনি। এতদিন দলীয় অভ্যন্তরীণ বৈঠক, প্রচারে সক্রিয় থাকলেও সরাসরি ভোটের লড়াইয়ে প্রিয়াঙ্কা এই প্রথম।

Wayanad Bypoll: Congress fields Priyanka Gandhi Vadra after Rahul Gandhi vacates seat
ওয়ানড়ে শুরু প্রিয়াঙ্কার প্রচার।

মঙ্গলবার সরকারিভাবে নাম ঘোষণা হলেও প্রিয়াঙ্কা যে ওয়ানড়ে লড়বেন সেটা আগেই জানিয়েছিল কংগ্রেস। ওই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী দেবে কংগ্রেসেরই ইন্ডিয়া জোটের সঙ্গী সিপিআই। প্রিয়াঙ্কার মূল লড়াই বামপন্থী দলটির সঙ্গেই। উল্লেখ্য মঙ্গলবার নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ওয়ানড় লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ ১৩ নভেম্বর। ফল ঘোষণা ২৩ নভেম্বর। কংগ্রেস ইতিমধ্যেই প্রচারের রণকৌশল সাজিয়ে ফেলেছে। সদ্য ওয়ানড়ের ভয়াবহ ভুমিধসের পর দাদার সঙ্গে প্রিয়াঙ্কা নিজেও গিয়েছিলেন ওয়ানড়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement