সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানড়ের উর্বর জমিতে প্রথমবার নির্বাচনী ভাগ্যপরীক্ষায় নেমে প্রত্যাশিতভাবেই ছক্কা হাঁকালেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। ওয়ানড়ের উপনির্বাচনে বড় জয়ের দিকে এগোচ্ছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। এই প্রতিবেদন লেখা হওয়া পর্যন্ত প্রিয়াঙ্কা গান্ধী প্রায় ২ লক্ষ ২১ হাজার ভোটে এগিয়ে আছেন। আরও বেশ কয়েকটি রাউন্ডের গণনা বাকি। তাঁর জয়ের ব্যবধান কত হয় সেটাই দেখার।
প্রায় ২ দশক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির ময়দানে থাকলেও ভোট রাজনীতিতে এটাই কংগ্রেস সাধারণ সম্পাদকের হাতেখড়ি। প্রিয়াঙ্কার এই ভোট অভিষেককে স্মরণীয় করে রাখতে প্রাণপাত করেছে গোটা কংগ্রেস দল। লক্ষ্য ছিল, অন্তত পাঁচ লক্ষ ভোটের ব্যবধানে জেতানো জাতীয় স্তরে দলের অন্যতম মুখকে। কিন্ত উপনির্বাচনে ভোট অনেক কম পড়ায় সেই লক্ষ্য পূরণ হয়তো হবে না। তবে প্রিয়াঙ্কা জিতছেন একপেশে ভাবেই। কেরলের ওই কেন্দ্রে দ্বিতীয় স্থানে সিপিআই। বিজেপির নব্যা হরিদাস ওই কেন্দ্রে তৃতীয় স্থানেই।
প্রিয়াঙ্কা শেষ পর্যন্ত রাহুল গান্ধীকে ছাপিয়ে যেতে পারেন কিনা সেটাই দেখার। ২০২৪ লোকসভা নির্বাচনে ৩ লক্ষ ৬৪ হাজারের বেশি ভোটে জেতেন রাহুল গান্ধী। কংগ্রেস চাইছিল রাহুলের সেই মার্জিন ছাপিয়ে প্রিয়াঙ্কাকে ৫ লক্ষের বেশি ভোটে জেতাতে। শেষ পর্যন্ত সেটা হয় কিনা দেখার। অবশ্য ২০১৯ সালে ওয়ানড়ে প্রথমবার লড়ে পাঁচ লক্ষের বেশি ভোটে জিতেছিলেন রাহুল।
প্রিয়াঙ্কার জয়ের ফলে সংসদে একসঙ্গে প্রবেশ করছেন কংগ্রেসের ৩ গান্ধী। রাহুল গান্ধী রায়বরেলি থেকে সাংসদ হিসাবে লোকসভায় রয়েছেন। প্রিয়াঙ্কাও ওয়ানড় থেকে জিতে সংসদে যাচ্ছেন। প্রথমবার ভাই-বোন একসঙ্গে লোকসভায় বিজেপিকে আক্রমণ করবেন। সোনিয়া গান্ধী আগেই রাজ্যসভায় গিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.