Advertisement
Advertisement

Breaking News

Water Leakage in Parliament

নতুন সংসদের ছাদ চুঁইয়ে পড়ছে জল, বালতি পাতা মেঝেতে! ভিডিও শেয়ার করে তোপ কংগ্রেসের

নতুন সংসদ ভবনের বেহাল দশা নিয়ে লোকসভায় কংগ্রেসের হুইপ মাণিকম ঠাকুর মুলতুবি প্রস্তাব আনতে চলেছেন। সরকারকে তীব্র আক্রমণ করছে তৃণমূলও।

Water leakage inside new Parliament, Congress wants adjournment motion
Published by: Subhajit Mandal
  • Posted:August 1, 2024 10:00 am
  • Updated:August 1, 2024 2:01 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: উদ্বোধন হওয়ার পর এক বছরও কাটেনি। এর মধ্যেই বর্ষণের চাপ সইতে পারল না নতুন সংসদ ভবন! মোদি জমানায় তৈরি হওয়া নতুন সংসদ ভবনের ছাদ চুঁইয়ে জল পড়ছে! সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে এমনটাই দাবি করল কংগ্রেস।

কংগ্রেসের তরফে যে ভিডিওটি শেয়ার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে সংসদের লবিতে ছাদ চুঁইয়ে পড়ছে জল। নিচে বালতি পাতা। সংসদের লবির বেশ কিছুটা জায়গা জল পড়ে ভিজে রয়েছে। এমনকী ছাদ থেকে জল পড়তেও দেখা গিয়েছে ওই ভিডিওতে। খোদ রাষ্ট্রপতি সংসদে যাওয়ার সময় এই লবি ব্যবহার করেন। লোকসভায় কংগ্রেসের হুইপ মাণিকম ঠাকুর (Manicom Thakur) এই ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনতে চলেছেন। তাঁর দাবি, মাত্র এক বছর আগে কাজ শেষ হওয়া সংসদের লবিতে যেভাবে জল চুঁইয়ে পড়ছে তাতে স্পষ্ট যে সংসদের নয়া ভবন প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় অক্ষম। সরকারকে তীব্র আক্রমণ করছে তৃণমূলও। রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও ব্রায়েন, বলছেন, “নতুন মোদি সরকারের সবেতেই লিক। পেপার লিক, ওয়াটার লিক, সিস্টেম লিক। এমনকী জনতার রায়ও লিক।”

Advertisement

[আরও পড়ুন: ‘সংসদে একবারও ভুমিধসের কথা বলেননি কেন?’, ওয়ানড় কাণ্ডে রাহুলকে নিশানা বিজেপির]

নতুন এই সংসদ ভবন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) স্বপ্নের প্রকল্প। হাজার বিরোধিতা সত্ত্বেও হাজার হাজার কোটি টাকা খরচ করে দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্প তৈরি করেছে কেন্দ্রের মোদি সরকার। নতুন সংসদ ভবন সেই সেন্ট্রাল ভিস্তারই অংশ। সংসদের প্রতিটি কোণে ভারতীয় শিল্পকলার নিদর্শন তুলে ধরা হয়েছে। কিন্তু কংগ্রেসের (Congress) টুইট করা ভিডিও সত্যি হয়ে থাকলে নতুন সংসদ নির্মাণের গোড়াতেই রয়েছে গলদ। সামান্য বর্ষণ প্রতিরোধ ক্ষমতাও নেই। গণতন্ত্রের মন্দিরের এই অবস্থা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে বিরোধী শিবির।

[আরও পড়ুন: ওয়ানড় কাণ্ডে তুঙ্গে রাজনীতি, ‘দায় ঠেলার চেষ্টা করবেন না’, শাহকে পালটা বিজয়নের]

এর আগে প্রধানমন্ত্রীর সাধের আরেক জায়গা রামমন্দিরের ছাদ চুঁইয়ে জল পড়ার ভিডিও প্রকাশ্যে এসেছিল। সেটাও কেন্দ্রের শাসকদলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। সংসদের লবিতে জল পড়ার ভিডিও সেই অস্বস্তিতে নয়া মাত্রা যোগ করল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement