Advertisement
Advertisement

ছাদ ফুটো হয়ে জল থই থই! প্রবল বৃষ্টিতে বেহাল অবস্থায় ‘আশ্চর্য’ তাজমহল

তাজমহল প্রাঙ্গণের বাগানেও জমেছে হাঁটুজল।

Water leakage in Taj Mahal's main dome after heavy rain
Published by: Amit Kumar Das
  • Posted:September 14, 2024 6:46 pm
  • Updated:September 14, 2024 6:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা বৃষ্টিতে বেহাল অবস্থা বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহলের। গত তিন ধরে আগ্রাতে চলতে থাকা নাগাড় বৃষ্টিতে পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে তাজমহলের ছাদ চুঁইয়ে পড়ছে জল। শুধু তাই নয়, বৃষ্টির জেরে তাজমহল প্রাঙ্গণের বাগানেও জমেছে হাঁটুজল। তাজমহলের এমন বেহাল অবস্থার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়াতেও।

প্রবল বৃষ্টির জেরে এমনিতেই আগ্রার বেশিরভাগ জায়গাতেই স্তব্ধ জনজীবন। তাতে অবশ্য পর্যটকদের উৎসাহে কোনও ভটা পড়েনি। এই অবস্থার মাঝেই বৃহস্পতিবার থেকে সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এক ভিডিও। ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে তাজমহল চত্ত্বর ডুবে গিয়েছে হাঁটুজলে। এই ঘটনা প্রসঙ্গে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ (এএসআই) আগ্রা বিভাগের এক আধিকারিক স্বীকার করেন নেন বৃষ্টির জেরে তাজমহল কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও চিন্তার কোনও কারণ নেই। পাশাপাশি আইএসআইয়ের মুখ্য সুপারিন্টেন্ডেন্ট রাজকুমার প্যাটেল বলেন, “তাজমহলের মূল গম্বুজ ফুটো হয়ে যাওয়ার বিষয়টি আমাদের নজরে এসেছে।” পাশাপাশি বলেন, “দীর্ঘদিন ধরে ক্ষয়ের ফলে এই ঘটনা ঘটেছে। তবে স্থাপত্যে বড় কোনও ক্ষতি হয়নি। আমরা ড্রোন ব্যবহার করে অবস্থা খতিয়ে দেখেছি। যদিও চিন্তার কোনও কারণ নেই।”

Advertisement

এদিকে রিপোর্ট বলছে গত কয়েকদিন যে পরিমাণ বৃষ্টি দিল্লি ও আগ্রাতে হয়েছে তা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। গত বৃহস্পতিবার মাত্র ২৪ ঘণ্টায় ১৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা বিগত ৮০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। জলের নিচে চলে গিয়েছে গোটা শহর, মফস্‌সল, গ্রাম। ডুবেছে জাতীয় সড়ক, চাষের জমি। পরিস্থিতির গুরুত্ব বুঝে সমস্ত স্কুল বন্ধ করার ঘোষণা করেছে সরকার। শুধু তাজমহল নয়, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রি, রামবাগ, মেহতাব বাগ-সহ একাধিক পর্যটন কেন্দ্র।

উল্লেখ্য, মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন ১৬৫৩ সালে তৈরি হওয়া তাজমহল। আগ্রা তো বটেই সারা ভারতের পর্যটন মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ প্রতীক ইউনেস্কো দ্বারা অনুমোদিত এই পর্যটন ক্ষেত্র। যা ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন পর্যটকরা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement