Advertisement
Advertisement

Breaking News

Agra

সাত বছরের শিশুকে ধর্ষণের পর মাথা থেঁতলে খুন! পাহারাদারের ফাঁসির সাজা পকসো আদালতের

ঘটনার ১১ মাসের মধ্যে ফাঁসির সাজা শোনাল আদালত।

Watchman harassed and killed 7 year kid, gets death penalty in Agra
Published by: Subhankar Patra
  • Posted:November 1, 2024 1:47 pm
  • Updated:November 1, 2024 2:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত বছরের শিশুকে ধর্ষণের পর মাথা থেঁতলে খুনের অভিযোগ গ্রামের পাহারাদারের বিরুদ্ধে। আগ্রার এতমাদপুরের সেই ঘটনায় ১১ মাসের মধ্যে দোষীর ফাঁসির সাজা শোনাল পকসো আদালত। সঙ্গে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যা মৃত শিশুর পরিবারের হাতে ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হবে। 

পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ৩০ ডিসেম্বর, বাড়ির সামনে খেলছিল শিশুকন্যাটি। সেই সময় গ্রামের পাহারাদার রাজবীর সিং তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। শুধু তাই নয়, প্রমাণ লোপাট করতে নির্যাতিতাকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করে সাজাপ্রাপ্ত। অভিযোগ, তাতে ব্যর্থ হয়ে পাথরে মাথা থেঁতলে শিশুটিকে খুন করে রাজবীর। পরে দেহ পাশের মাঠে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Advertisement

মেয়ে দীর্ঘক্ষণ বাড়ি না আসায় স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। পরে মাঠ থেকে তার দেহ উদ্ধার হয়। ঘটনায় আগ্রার এসিপি সুকন্যা শর্মার নেতৃত্বে বিশেষ দল গঠন করে তদন্ত শুরু হয়। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। বিশেষ পকসো আদালতের বিচারক সনিকা চৌধুরীর এসলাজে মামলার শুনানি হয়। পুলিশ ডিএনএ, এলাকার সিসিটিভি-সহ একাধিক তথ্যপ্রমাণ আদালতে জমা দেয়। ঘটনাস্থল থেকে পাওয়া চুলের সঙ্গে অভিযুক্তের ডিএনএ মিলে যায়। ঘটনায় প্রায় ১২জন সাক্ষী দেন। সবদিক খতিয়ে দেখে অভিযুক্তের প্রাণদণ্ডের নির্দেশ দেন বিচারক।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মৃত শিশুটির বাবা। আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন তিনি। এদিকে রায় ঘোষণার দিন এমনকী মামলা চলাকালীন একবারও দোষীর পরিবারের কেউ তার দেখা করতে যায়নি বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement