সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ৷ যতদিন যাচ্ছে তত খারাপের দিকে যাচ্ছে পরিস্থিতি৷ সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সেনা৷ ইতিমধ্যেই সরেজমিনে পরিস্থিতি দেখে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বন্যা-বিধ্বস্ত কেরল থেকে প্রত্যেক দুর্গতকে উদ্ধার করতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ভারতীয় সেনা৷ যার আরও একটি অনন্য নজির ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
[শরিয়ত আদালতের ধাঁচে দেশের প্রথম হিন্দু কোর্ট স্থাপন করল হিন্দু মহাসভা]
ভিডিওটি তাঁদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন নৌ-সেনার মুখপাত্র৷ বন্যা দুর্গত কেরলে এক অন্তঃসত্ত্বা মহিলাকে কেমন ভাবে উদ্ধার করছেন ভারতীয় নৌ-সেনার জওয়ানরা, সেই ছবি ধরা পড়েছে ভিডিওটিতে৷ যেখানে দেখা যাচ্ছে, অন্তঃসত্ত্বা মহিলাটি জলের মধ্যে আটকে পড়েছেন৷ সেই অবস্থা থেকে দড়িতে করে ওই মহিলাকে উদ্ধার করে নৌ-সেনার হেলিকপ্টার৷ তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে৷ সেখান থেকে ভরতি করা হয় কাছের সঞ্জীবনী হাসপাতালে৷ জানা গিয়েছে, ইতিমধ্যে এক সম্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা৷ সুস্থ রয়েছে মা ও শিশু৷ ভিডিও প্রকাশ্যে আসার পরেই ভারতীয় সেনার প্রশংসায় পঞ্চমুখ সব মহল৷
[দল নয় দেশই আগে, সংসদে রাজধর্মের পাঠ দিয়েছিলেন বাজপেয়ী]
A pregnant lady with water bag leaking has been airlifted and evacuated to Sanjivani. Doctor was lowered to assess the lady. Operation successful #OpMadad #KeralaFloodRelief #KeralaFloods2018 pic.twitter.com/bycGXEBV8q
— SpokespersonNavy (@indiannavy) August 17, 2018
প্রসঙ্গত, বন্যা বিধ্বস্ত কেরলের এখনও সরকারি হিসাবে মৃত্যু হয়েছে ১৬৭ জনের৷ নিখোঁজ হয়েছেন ৩৮ জন। সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বেসরকারি মতে, মৃত ও নিখোঁজের সংখ্যা কয়েকশো ছাড়িয়েছে বলে অনুমান৷ বিগত সাত দশকের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন দক্ষিণের এই রাজ্য৷ বৃষ্টি না কমায় বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে দক্ষিণ রেলওয়ের পরিষেবা। বন্ধ করে দেওয়া হয়েছে কোচির মেট্রো ও বিমান চলাচল। সুপ্রিম কোর্টও এদিন কেরলের বন্যা পরিস্থিতিকে উদ্বেগজনক বলে জানিয়েছে।
Sajita Jabeel, a 25 year old pregnant woman who was rescued by Navy from a flooded village in Kerala’s Aluva, has given birth to a boy. pic.twitter.com/3SH2FGOXCZ
— ANI (@ANI) August 17, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.