Advertisement
Advertisement

চিতার হাত থেকে বাঁচতে ছাদ থেকে লাফ ব্যক্তির, ভাইরাল ভিডিও

দেখুন সেই ভিডিও৷

Watch forest official jumps  off roof to escape leopard
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 24, 2017 10:18 am
  • Updated:April 24, 2017 10:22 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেছন থেকে তেড়ে আসছে হিংস্র চিতা৷ বাগে পেলে মুহূর্তে খুবলে নেবে শরীরের মাংস৷ তাই প্রাণ বাঁচাতে বাড়ির ছাদ থেকেই লাফিয়ে পড়লেন এক ব্যক্তি৷ ভয়ঙ্কর এই ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷

Advertisement

ঘটনাটি, ওড়িশার কুরুলি গ্রামের৷ কান্তাবাঞ্জি জঙ্গলের কাছের ওই গ্রামে বেশ কয়েকদিন ধরেই আতঙ্ক সৃষ্টি করছিল একটি চিতাবাঘ৷ জন্তুটির হামলায় গুরুতর জখম হয় এক যুবক৷ তারপরই সমস্যার সমাধানে বনদপ্তরের দ্বারস্থ হয় গ্রামবাসীরা৷ অবশেষে চিতাটিকে খাঁচাবন্দি করার সিদ্ধান্ত নেয় বনদপ্তর৷ এই কাজে বিজয়নন্দ খুনটা নামের এক আধিকারিকের নেতৃত্বে একটি বনকর্মীদের একটি দল পাঠানো হয় গ্রামটিতে৷

[ধর্ষণ করে প্রমাণ লোপাট করতে পুড়িয়ে মারা হল ছ’বছরের কিশোরীকে]

দলটি খোঁজ নিয়ে জানতে পারে একটি বাড়ির গোয়াল ঘরে লুকিয়ে রয়েছে পশুটি৷ তারপর ওই বাড়িটি ছাদে উঠে চিতাটির সন্ধান চালাচ্ছিলেন বিজয়নন্দ৷ এমন সময় ছাদের কাছের একটি গাছের ডাল থেকে লাফিয়ে পরে জন্তুটি৷ তেড়ে আসে তাঁর দিকে৷ এই পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে উঁচু ছাদ থেকে রাস্তায় লাফিয়ে পড়েন তিনি৷ চিতাবাঘটিও লাফিয়ে পড়ে পালিয়ে যায়৷ অবশেষে প্রায় ১২ ঘন্টা তল্লাশি চালিয়ে খাঁচাবন্দি করা হয় পশুটিকে৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, চিতার আক্রমণে জখম হয়েছেন তিন গ্রামবাসী৷ বনদপ্তর জানিয়েছে চিতাটি খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছিল৷ জন্তুটিকে ভুবনেশ্বরের নন্দনকানন চিড়িয়াখানায় রাখা হবে বলেও জানিয়েছে বনদপ্তর৷

[আজান নিয়ে সোনুর টুইট বিতর্কে এবার সরব আদনান সামি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement