Advertisement
Advertisement

Breaking News

মহাকাল মন্দিরের সামনে হাতাহাতি ফুল বিক্রেতাদের, ভাইরাল ভিডিও

রাস্তার উপর রীতিমতো তাণ্ডব৷

Watch flower vendors in fierce fight on Ujjain street
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 18, 2018 8:54 pm
  • Updated:June 18, 2018 8:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর মহাকাল মন্দিরের সামনে ফুল বিক্রেতাদের মারামারি৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হাতাহাতির ভিডিও৷ তবে এই সংঘর্ষের কারণ নিয়ে এখনও জারি ধোঁয়াশা৷

দুই ফুল ব্যবসায়ীর মধ্যে প্রথমে বচসা বাধে৷ তা থেকেই মারপিটের সূত্রপাত৷ ভিডিওয় দেখা যাচ্ছে, প্রথমে এক মহিলা রাস্তায় পড়ে যান৷ তারপর আরও এক যুবক মহিলার থেকে কিছুটা দূরে রাস্তায় ছিটকে গিয়ে পড়েন৷ তাঁর উপরে গিয়ে পড়েন আরও এক যুবক৷ শুরু হয় মারধর৷ রাস্তার উপর পড়ে থাকা যুবককে চলে বেদম মারধর৷  চলে একের পর এক কিল, ঘুসির পালা৷ মারধরের জেরে রাস্তা থেকে উঠতেও পারছেন না ওই যুবক৷ এরই মাঝে আরও এক যুবক পৌঁছায় ঘটনাস্থলে৷ রাস্তায় পড়ে থাকা যুবককে মারতে শুরু করে সে৷ দু-একটা ঘুসির মাঝে ঘটনাস্থলে পৌঁছান বেশ কয়েকজন মহিলা৷ তৃতীয় যুবককে সরিয়ে নিয়ে চলে যান এক মহিলা৷ এদিকে, আবার ঘটনাস্থলে পৌঁছানো অপর দুই মহিলা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন৷ রাস্তায় বসে পড়েন এক মহিলা৷ চুলের মুঠি ধরে তাঁকে মারধরও করতে থাকেন আরেকজন৷ একইসঙ্গে যুবক ও মহিলাকে মারধর করা হয় বেশ কিছুক্ষণ৷ এরই মাঝে এক নাবালক এক্কেবারে লাঠি নিয়ে চলে আসে ঘটনাস্থলে৷ রাস্তায় পড়ে থাকা যুবককে লাঠি দিয়ে দু-একবার মারধরও করে সে৷ ইতিমধ্যেই আরও এক মহিলা পৌঁছান ঘটনাস্থলে৷ বদলে যায় মারমুখী যুবকের টার্গেট৷ রাস্তায় পড়ে থাকা যুবকের পরিবর্তে মহিলাকে লাঠি দিয়ে মারধর করতে শুরু করে সে৷ লাঠির ঘায়ে মাটিতে পড়ে যান তিন মহিলা৷  মারধরের চোটে ভেঙে যায় লাঠিটিও৷ রেহাই পান মহিলারা৷

[সন্ত্রাসের জবাব, সংঘর্ষবিরতি শেষে কাশ্মীরে নিকেশ ৪ জঙ্গি]

মহিলাদের ছেড়ে এরপর মহাকাল মন্দিরের সামনে থাকা দোকানেও রীতিমত তাণ্ডব চালায় ওই যুবক৷ সেই সুযোগে রাস্তায় পড়ে থাকা যুবককে উদ্ধার করতে যান আক্রান্ত তিন মহিলা৷ কিন্তু দোকানে তাণ্ডবের পরক্ষণে আবারও মহিলাদের দিকে তেড়ে আসে ওই মারমুখী যুবক৷ এক মহিলাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় সে৷ পড়ে যায় নিজেও৷ এরপর মারমুখী যুবককে নিরস্ত করেন এক মহিলা৷ ইতিমধ্যে আক্রান্ত যুবককে নিয়ে ঘটনাস্থল ছাড়েন দুই মহিলা৷ তাতেও রক্ষা পাননি যুবক৷ আবারও যুবক ও মহিলাদের দিকে তেড়ে যায় সে৷

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই মারপিটের ভিডিও৷ টুইটে এই নিয়ে চলছে আলোচনার ঝড়৷ ভিডিও দেখে মজা পেয়েছেন প্রায় সকলেই৷ ভিডিওটির সঙ্গে ডব্লুডব্লুই-র তুলনা টেনেছেন কেউ কেউ৷

[সরকারি বিজ্ঞাপনের কতটা প্রভাব পড়ছে জনমানসে? খতিয়ে দেখবে কেন্দ্র]

আক্রান্ত ও মারমুখী যুবক এবং ওই তিন মহিলা প্রত্যেকেই মহাকাল মন্দিরের সামনে ফুল বিক্রি করেন৷ তবে ওই চারজনের মধ্যে বচসা ও হাতাহাতির কারণ এখনও অজানা৷ পুলিশ ঘটনার তদন্ত করছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement