সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার NCP প্রধান শরদ পওয়ারের বাড়িতে বিরোধীদের বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে উঠলেও বৈঠক শেষে জানিয়ে দেওয়া হল, এই বৈঠক ‘রাজনৈতিক’ ছিল না। দেশের অবিজেপি এবং অকংগ্রেসি এতগুলি রাজনৈতিক দলের প্রতিনিধিদের দিয়ে দিল্লিতে হওয়া বৈঠক ঘিরে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে।
বৈঠকে তৃণমূল কংগ্রেস (TMC), আপের মতো বহু দলের প্রতিনিধিদের উপস্থিতি ঘিরে আগে থেকেই জল্পনা ছিল, হয়তো তৃতীয় ফ্রন্ট গড়া নিয়েই এই বৈঠক। যদিও বৈঠকের আগেই এই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন শরদ পওয়ার (Sharad Pawar)। তৃণমূলে সদ্য যোগ দেওয়া বর্ষীয়ান যশবন্ত সিনহাও জানিয়েছিলেন, ‘মিশন ২০২৪’-এর সঙ্গে মঙ্গলবাসরীয় বৈঠকের কোনও সম্পর্ক নেই। এদিন রাষ্ট্রমঞ্চের বৈঠকের পরেও সেই কথাই জানিয়ে দেওয়া হল। উল্লেখ্য, এদিনের বৈঠকে যোগ দিয়েছিল মোট ৮টি রাজনৈতিক দল।
শরদ পাওয়ারের এনসিপির এক গুরুত্বপূর্ণ নেতা মাজিদ মেনন বৈঠকের পরে সাংবাদিকদের জানিয়ে দেন, ‘‘এই বৈঠক শরদ পওয়ার ডাকেননি। ডেকেছিলেন যশবন্ত সিনহা (Yashwant Sinha)। এটি কোনও রাজনৈতিক বৈঠক ছিল না।’’ সেই সঙ্গে এই বৈঠকের সঙ্গে যে তৃতীয় ফ্রন্ট গড়ার কোনও সম্পর্ক নেই, তাও জানিয়ে দেন তিনি। তাঁর কথায়, ‘‘এমনও কথা শোনা যাচ্ছে, কংগ্রেসকে বাদ দিয়ে তৃতীয় ফ্রন্ট গড়তেই নাকি এই বৈঠক। কিন্তু একথা একেবারেই সত্যি নয়। এমন কোনও বৈষম্য নেই। আমরা সমমনস্কদের এই বৈঠকে ডেকেছি। আমরা কংগ্রেস নেতাদেরও ডেকেছিলান। বিবেক তানহা, মণীশ তিওয়ারি, অভিষেক মনু সিংভি, শত্রুঘ্ন সিনহাকেও ডাকা হয়েছিল। কিন্তু তাঁরা আসতে পারেননি। অর্থাৎ কংগ্রেসকে ডাকা হয়নি একথা একেবারেই সত্যি নয়।’’
সিপি(আই)এম-এর নীলোৎপল বসুও একই কথা জানিয়েছেন। তিনিও বলেন, ‘‘এটা কোনও রাজনৈতিক বৈঠক নয়। কেবল সমমনস্ক মানুষদের সম্মেলন মাত্র। করোনার মোকাবিলা, বেকারত্বের মতো বিষয় নিয়ে কথা হয়েছে।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.