Advertisement
Advertisement

Breaking News

Waqf debate

হাতিয়ার পুরনো মন্তব্য, সংসদে ওয়াকফ যুদ্ধে শাহের ‘সহায়’ লালু

আরজেডি অবশ্য দল হিসাবে কেন্দ্রের ওই নতুন ওয়াকফ আইনের বিরোধিতা করছে।

Waqf debate: Amit Shah recalls Lalu Yadav's old remark, says PM fulfilled his wish
Published by: Subhajit Mandal
  • Posted:April 2, 2025 8:45 pm
  • Updated:April 2, 2025 8:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে কেন্দ্রের প্রস্তাবিত ওয়াকফ বিল নিয়ে বাদানুবাদের সময় অপ্রত্যাশিত ‘সঙ্গী’ পেয়ে গেলেন লালুপ্রসাদ যাদব। বলা ভালো, বিহারের মুখ্যমন্ত্রীর পুরনো একটি মন্তব্য। যে মন্তব্য বিরোধী প্রতিবাদ রুখতে মোক্ষম হাতিয়ার হিসাবে ব্যবহার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। শেষে রসিকতার সুরে বললেন, লালুজিই চেয়েছিলেন কড়া ওয়াকফ আইন। মোদিজি সেই ইচ্ছা পূরণ করলেন।

আসলে ইউপিএ আমলে ২০২৩ সালে একবার ওয়াকফ আইন সংশোধন করা হয়। কিন্তু সেই সংশোধনীতে লালুপ্রসাদ যাদব খুব একটা সন্তুষ্ট হতে পারেননি তৎকালীন ইউপিএ শরিক লালু। তিনি সেসময় স্পষ্ট বলে দেন, ‘এই আইনে আমরা খুশি হতে পারছি না। আরও কঠিন আইন আশা করছিলাম। বহু ওয়াকফ সম্পত্তি লোকে দখল করে রেখেছে। আমরা তাঁদের কঠোর শাস্তি চায়।’

Advertisement

বুধবার সংসদে ওয়াকফ বিল নিয়ে আলোচনার সময় বিরোধীদের তোপ দাগতে গিয়ে লালুর প্রায় একযুগ আগের সেই মন্তব্য হাতিয়ার করলেন অমিত শাহ। তিনি বললেন, “লালুপ্রসাদ যাদবই চেয়েছিলেন কড়া ওয়াকফ আইন। কিন্তু লালুজির ইচ্ছা সেসময় তাঁরই নিজের লোকেরা পূরণ করেননি। কিন্তু নরেন্দ্র মোদি সেই ইচ্ছা পূরণ করলেন। লালুজিই তো কড়া আইন চেয়েছিলেন।”

তাৎপর্যপূর্ণভাবে, একযুগ আগে যে লালুপ্রসাদ যাদব ওয়াকফে কড়া আইন চেয়েছিলেন, তাঁর দল আরজেডি এখন কেন্দ্রের ওই নতুন ওয়াকফ আইনের বিরোধিতা করছে। যদিও বিরোধিতার কারণ খানিকটা আলাদা। আরজেডির যুক্তি, এই বিল ধর্মনিরপেক্ষ ভারতের স্বত্ত্বায় আঘাত। বিশেষ করে ওয়াকফ বোর্ডে অমুসলিমদের প্রবেশ নিয়ে প্রবল আপত্তি রয়েছে তেজস্বী যাদবদের। তাঁর দাবি, একটি নির্দিষ্ট ধর্মকে টার্গেট করার জন্য এই বিল। যা নিয়েও কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি। তাঁর বক্তব্য, স্রেফ ভোটব্যাঙ্কের জন্য দ্বিচারিতা করছে লালুর দল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement