সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবৈধভাবে বসবাসের অভিযোগে শনিবার আরও ১১৬ জনকে পাঞ্জাবে ফেরত পাঠিয়েছে মার্কিন বিমান। সেই বিমান অমৃতসরের মাটি ছুঁতেই খুনে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পাঞ্জাব পুলিশ। সম্পর্কে খুড়তুতো ভাই সন্দীপ ও প্রদীপ নামে অভিযুক্ত এই দুজন পাঞ্জাবের পাটিয়ালা জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে পাটিয়ালার রাজপুরায় এক খুনের ঘটনায় নাম জড়িয়েছিল এই দুই জনের। তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তারির আশঙ্কায় সন্দীপ ও প্রদীপ অবৈধভাবে আমেরিকায় পালিয়ে যায়। অবৈধভাবে সেখানেই গেড়েছিল আস্থানা। অপরাধী নাগালের বাইরে বেরিয়ে যাওয়ায় খুনের তদন্তের কোনও কিনারা হয়নি। তবে দুই বছরের ব্যবধানে মার্কিন সরকারের দৌলতে আশ্চর্যভাবে তাঁদের হাতে পেল পাঞ্জাব পুলিশ।
আমেরিকায় ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। সেইমতো শনিবার দ্বিতীয়দফায় ১১৬ জন ‘অবৈধ’ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ অমৃতসর বিমানবন্দরের মাটি ছোঁয় আমেরিকার সি-১৭ সামরিক বিমানটি। প্রশাসনের কাছে খবর ছিল, এই ১১৬ জনের সঙ্গেই রয়েছেন ২০২৩ সালে খুনে অভিযুক্ত ২ ব্যক্তি। বিমান ভারতের মাটিতে নামার পরই গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের।
এদিকে সরকারের তরফে জানা যাচ্ছে, আমেরিকায় বসে মোদি-ট্রাম্পের মুখোমুখি বৈঠকের পর এটাই প্রথম অবৈধ অভিবাসী প্রত্যার্পণ। এই দফায় ৬৫ জন পাঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, ৮ জন গুজরাটে, উত্তরপ্রদেশ-গোয়া-মহারাষ্ট্র ও রাজস্থানের ২ জন করে মোট ৮ জন এবং হিমাচল প্রদেশ ও কাশ্মীরের মোট ২ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। মার্কিন বিমান শনিবার অমৃতসর বিমানবন্দরে নামার সময় সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.