Advertisement
Advertisement

Breaking News

Arvind Kejriwal

‘অভিন্ন দেওয়ানি বিধি’ চাইছেন কেজরিওয়ালও! বিজেপির সুর আপ সুপ্রিমোর গলায়

গোটা দেশে কেন অভিন্ন দেওয়ানি বিধি আনছে না কেন্দ্র? প্রশ্ন কেজরির।

Want Uniform Civil Code but BJP is bluffing, says Arvind Kejriwal | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 30, 2022 4:45 pm
  • Updated:October 30, 2022 4:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাট ভোটের আগে অভিন্ন দেওয়ানি বিধির ধুয়ো তুলেছে বিজেপি। গেরুয়া শিবিরের সেই হুজুগে এবার শামিল হল আম আদমি পার্টিও। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখলেন, সংসদে অভিন্ন দেওয়ানি বিধির (Uniform Civil Code) বিল আসার অপেক্ষায় আছে তাঁর দল। গুজরাটেও যে তাঁর দল এক আইন-এক বিধান চালুর পক্ষেই সে ইঙ্গিতও মিলেছে দিল্লির মুখ্যমন্ত্রীর কথায়। যদিও সেরাজ্যের বিজেপি (BJP) সরকার যেভাবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য একটি কমিটি গঠন করেছে, সেটাকে নেহাতই গিমিক মনে করছেন কেজরি।

রবিবার গুজরাটে এক সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন,”ওরা উত্তরাখণ্ডের নির্বাচনের পরও এমন একটি কমিটি গড়েছিল। কদিন পরেই সেই কমিটি বাড়ি চলে গিয়েছে। এখন ভোটের তিনদিন আগে বলছে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আমরা কমিটি গড়ছি। এই কমিটিও কদিন বাদে বাড়ি চলে যাবে।” কেজরির (Arvind Kejriwal) সাফ কথা, সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদই বলছে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা উচিত। এটা সরকারের দায়িত্ব। তবে সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সেটা করা উচিত। সব ধর্মের মানুষের মতামত নিয়েই করা উচিত।

Advertisement

[আরও পড়ুন: ‘মন্ত্রীদের মুখে লাগাম দিন’, নেহরুকে নিয়ে রিজিজুর কটাক্ষের পর মোদিকে বার্তা কংগ্রেসের]

এরপরই বিজেপিকে পালটা আক্রমণের পথে হাঁটেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরির পালটা প্রশ্ন,”গোটা দেশে কেন অভিন্ন দেওয়ানি বিধি চালু হচ্ছে না? ২০২৪ লোকসভা ভোটের জন্য অপেক্ষা করছেন নাকি।” আপ সুপ্রিমোর অভিযোগ, গুজরাটে (Gujarat) ভোটের মুখে চমক দিতে চাইছে বিজেপি। নাহলে গোটা দেশেই অভিন্ন দেওয়ানি বিধি আনার উদ্যোগ নেওয়া হত। তাঁর প্রশ্ন,”মধ্যপ্রদেশ বা উত্তর প্রদেশেও তো বিজেপির শাসন, সেখানে কেন এই আইন আনছেন না।” কেজরিওয়ালের এভাবে অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থন করাটা বেশ তাৎপর্যপূর্ণ। এর আগে তিনি ভারতীয় টাকায় লক্ষ্মী-গণেশের ছবি লাগানোর দাবিতে প্রধানমন্ত্রীকে গোটা দুই চিঠি লিখেছেন। রাজনৈতিক মহল বলছে, গুজরাটের ভোটের মুখে বিজেপির হিন্দুত্বকে পালটা হিন্দুত্ব দিতেই প্রতিরোধ করতে চাইছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: মহারাষ্ট্র ছেড়ে গুজরাটে TATA, ‘সরকারে আস্থা নেই বণিক মহলের’, দাবি আদিত্য ঠাকরের]

উল্লেখ্য, ভোটের ঠিক আগে গুজরাটে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা নিয়ে তোড়জোড় শুরু করেছে সেরাজ্যের বিজেপি সরকার। গুজরাট সরকার হাই কোর্টের প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে একটি কমিটি গড়তে চলেছে। যার কাজ হবে অভিন্ন দেওয়ানি বিধি কীভাবে কার্যকর করা যায়, বা কার্যকর করলে তার কী প্রভাব হতে পারে সেটা পর্যালোচনা করা। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সংঘভি শনিবার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel) এই ধরনের কমিটি গঠনের প্রস্তাবে ছাড়পত্র দিয়েছেন। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) নেতৃত্বে ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছে গুজরাট সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement