Advertisement
Advertisement

জানেন, রাশি রাশি অচল নোটের গতি কী হবে?

এ তো অচল আধুলি৷ তাহলে কী গতি হবে এইসব নোটের?

Wan't to know, what will happen to the old banned notes? Here's the answer
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 23, 2016 1:45 pm
  • Updated:November 23, 2016 1:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর এক ঘোষণাতেই দেশে রাশি রাশি নোট বাতিল হয়েছে৷ সাধারণ মানুষ পুরনো নোটের বদলে নতুন নোট নিয়ে আসছেন৷ সেই সব অচল নোট জমা পড়ছে ব্যাঙ্কে৷ কিন্তু এ তো অচল আধুলি৷ তাহলে কী গতি হবে এইসব নোটের?

ইতিমধ্যেই বিভিন্ন ব্যাঙ্ক থেকে বাতিল নোট সংগ্রহ করা শুরু হয়েছে৷ জানা যাচ্ছে,  প্রায় ২৩০০ কোটি বাতিল নোট জমা হয়েছে৷ সাধারণত যে কোনও অচল বা বাতিল নোটকেই নষ্ট করে ফেলা হয়৷ এক্ষেত্রেও তাই করা হবে৷ বিপুল পরিমাণে জমা হওয়া বাতিল নোট মাটির নিচে চাপা দেওয়া হবে৷ কিছু কিছু নোট পুড়িয়ে ফেলে ছাইয়ের মণ্ড হিসেবে ব্যবহার করা হবে শিল্পক্ষেত্রে৷ কোনও কোনও নোট প্রসেস করে পেপারওয়েটও তৈরি হতে পারে বলে জানা যাচ্ছে৷

Advertisement

নোট তৈরিতে প্রতি বছর রিজার্ভ ব্যাঙ্ক খরচ করে প্রায় ৪০ কোটি ডলার৷ ফলত নোট বাতিলের আর্থিক ক্ষতিও হল সীমাহীন৷ অর্থনীতির বিশেষজ্ঞদের মতে, নোট বদলের খরচ প্রায় ২০০০ কোটি টাকা৷ কালো টাকা রুখতে মোদির অভিযানের দরুন এই পরিমাণ ক্ষতি বহন করতে হবে দেশবাসীকে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement