Advertisement
Advertisement

Breaking News

আইএএস অফিসার হতে চায় ‘বিস্ময় বালক’ অগস্ত্য

আইএএস হওয়াই এখন তার স্বপ্ন৷

 Want to become IAS officer,Says Child prodigy Agastya Jaiswal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 4, 2017 4:53 am
  • Updated:March 4, 2017 5:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মোটে ১১ বছর৷ এর মধ্যেই বসেছে দ্বাদশ শ্রেণির পরীক্ষায়৷ রপ্ত করেছে অর্থনীতি, বাণিজ্যের সিলেবাসও৷ এই মুহূর্তে গোটা দেশে ঝড় তুলেছে হায়দরাবাদের ‘বিস্ময় বালক’ অগস্ত্য জয়সওয়াল৷ তবে নজির গড়েই ক্ষান্ত নয় সে৷ জানাল, আইএএস হওয়াই এখন তার স্বপ্ন৷

এসবিআই ব্যাঙ্কের নয়া নিয়ম, লাগু হচ্ছে ১ এপ্রিল থেকেই

হায়দরাবাদের এই জয়সওয়াল পরিবারই বিস্ময়ের৷ এ বাড়িরই মেয়ে নয়না জয়সওয়াল৷ সবথেকে কম বয়সের খেলোয়াড় হিসেবে পিএইচডি করার কৃতিত্ব আছে তার৷ নয়নারই ভাই অগ্যস্ত৷ আট বছর বয়সেই সে উত্তীর্ণ হয়েছে মাধ্যমিক স্তরের পরীক্ষায়৷ এবার ১১ বছরে বসল দ্বাদশ শ্রেণির পরীক্ষাতেও৷

Advertisement

আপডেটের গেরো, এই ফোনে আর কাজ করবে না Whatsapp!

তবে তার স্বপ্ন কিন্তু বেশ চমকপ্রদ৷ যেখানে বাকি সব মেধাবি ছাত্ররা ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার পথে দৌড়চ্ছে, সেখানে অগস্ত্য হতে চায় আইএএস অফিসার৷ সে জানাচ্ছে, পরীক্ষার সময় সে যে প্রচণ্ড পড়াশোনা করে এরকমটা নয়৷ কিন্তু কোন প্রশ্নে কী উত্তর হবে তা সে বুঝতে পারে ও তাই লেখে৷ তবে এই বয়সেই দেশের কাজে নিজেকে নিয়োজিত করবে বলে স্বপ্ন দেখেছে অগস্ত্য৷ বিস্ময়ের পাশাপাশি সাধারণ মানুষের দেদার প্রশংসাও তাই এই মুহূর্তে তার সঙ্গী৷

ভাইয়ের পড়াশোনার পুরো কৃতিত্বই অবশ্য মা-বাবাকে দিয়েছেন নয়না৷ জানিয়েছেন, তাঁদের প্রশিক্ষণই আজ ইতিহাসে নতুন পাতা যোগ করেছে৷

জিওকে টেক্কা দিতে এবার অবিশ্বাস্য অফার ভোডাফোনের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement