Advertisement
Advertisement
Delhi wall crash

মর্মান্তিক ঘটনা দিল্লির আলিপুরে, নির্মীয়মাণ দেওয়াল ভেঙে মৃত ৫

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি দশ জন।

Wall crashed in Delhi, at least five died | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:July 15, 2022 4:30 pm
  • Updated:July 15, 2022 5:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক ঘটনা দিল্লিতে (Delhi)। পাঁচিল ভেঙে পড়ে মৃত্যু হল অন্তত পাঁচ জনের। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে দশ জনকে। একটি নির্মীয়মাণ গোডাউনের পাঁচিল ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটেছে। উদ্ধার করা দু’ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লির আলিপুর বোকারি এলাকায় দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, আহতদের সকলকেই হাসপাতালে ভরতি করা হয়েছে। ইতিমধ্যেই তাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। সংকটজনক অবস্থায় রয়েছেন আরও দু’জন। কেজরিওয়াল জানিয়েছেন, স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমে পড়েছে। মুখ্যমন্ত্রী নিজেও উদ্ধারকাজের দিকে নজর রাখছেন।

[আরও পড়ুন: উপরাষ্ট্রপতি নির্বাচন: সরকার পক্ষের প্রার্থী ঘোষণার অপেক্ষায় বিরোধীরা, ভাবনায় মহিলা মুখ]

আপাতত ধ্বংসস্তূপ পরিষ্কার করার কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছে দিল্লি পুলিশ এবং ফায়ার ডিপার্টমেন্ট। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান প্রশাসনের। টুইটে কেজরিওয়াল জানিয়েছেন, “আলিপুরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে। আমি নিজেও তাদের কাজের দিকে নজর রাখছি। মৃতদের আত্মার শান্তি কামনা করি।”  

[আরও পড়ুন: বিয়ে করতে চাপ, জঙ্গলে ডেকে পুরুলিয়ায় কিশোরী প্রেমিকাকে খুন যুবকের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement