সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উধমপুর, গুরুদাসপুর, পাম্পোর, পাঠানকোট, উরি- একের পর এক জায়গায় হয়ে চলেছে সন্ত্রাসীদের হামলা৷ প্রাণ হারাচ্ছেন দেশের জওয়ানরা৷ এই পরিস্থিতি রুখতে কী ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? কী পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী? উরিতে হামলার পর এই প্রশ্ন নিয়েই মোদির দ্বারস্থ দেশবাসী ৷
সোশ্যাল মিডিয়ায় এখন এই প্রশ্নে রীতিমতো ঝড় উঠেছে৷ দেশবাসীর দাবি, ‘ওয়েক আপ মোদি’৷ দেশের প্রশাসনকে যথেষ্ঠ শক্তিশালী হিসেবেই তুলে ধরা হয়৷ তা যদি সত্যি হয়, তাহলে এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাই সকলের জিজ্ঞাসা৷ টুইটারে এই মর্মে একের পর এক টুইট জমা হচ্ছে প্রধানমন্ত্রীর দরবারে৷
পাশাপাশি এক সংস্থার সমীক্ষায় জনগণের মত স্পষ্ট হয়েছে৷ দিল্লিতে ২৪৬৪ জনের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, প্রায় ৬২ শতাংশ মানুষ চাইছেন, সেনার সাহায্যে কঠোর হাতে এই সন্ত্রাস দমন করা হোক৷ ৬৩ শতাংশ মানুষ চাইছেন প্রতিরক্ষা খাতে ব্যয় আরও বাড়ানো হোক৷ অন্যদিকে ২১ শতাংশ মানুষের মত, সেনার সাহায্যে সন্ত্রাস দমনে হিংসা আরও বাড়বে বই কমবে না৷ এপ্রিল-মে নাগাদ করা এই সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে গত সোমবার৷ উরি হামলার পর এই জনাদেশও যথেষ্ঠ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷ সমীক্ষায় সংখ্যাগরিষ্ঠ দেশবাসীর ইচ্ছের প্রতিফলনই যে ঘটেছে তা বলাই বাহুল্য৷
উরিতে হামলার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করে বলেছিলেন, কাপুরুষোচিত হামলার মূলচক্রীদের রেয়াত করা হবে না৷ কিন্তু এই আশ্বাসে যে সন্তুষ্ট নয় দেশবাসী, সোশ্যাল মিডিয়ার প্রশ্নের ঝড় সে ইঙ্গিতই দিচ্ছে৷
I wish to ask @narendramodi ,are u not weak? If indeed u are a strong govt. country need proof of that #WakeUpModi pic.twitter.com/M9I3EYjwti
— Mintu Hembram 🌠™ (@mintu1424) September 20, 2016
#WakeUpModi Sir I want to ask whether these terrorists took your permission before entering India. pic.twitter.com/vQZdGySyoD
— Ashok Kr. Varshney (@ashok51delhi) September 20, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.