Advertisement
Advertisement

সন্ত্রাস দমনে কী পদক্ষেপ, মোদিকে প্রশ্ন দেশবাসীর

দেশবাসীর দাবি, ‘ওয়েক আপ মোদি’৷

Wake up Modi, people demands in Social media
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 20, 2016 1:36 pm
  • Updated:September 20, 2016 1:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উধমপুর, গুরুদাসপুর, পাম্পোর, পাঠানকোট, উরি- একের পর এক জায়গায় হয়ে চলেছে সন্ত্রাসীদের হামলা৷ প্রাণ হারাচ্ছেন দেশের জওয়ানরা৷ এই পরিস্থিতি রুখতে কী ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? কী পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী? উরিতে হামলার পর এই প্রশ্ন নিয়েই মোদির দ্বারস্থ দেশবাসী ৷

সোশ্যাল মিডিয়ায় এখন এই প্রশ্নে রীতিমতো ঝড় উঠেছে৷ দেশবাসীর দাবি, ‘ওয়েক আপ মোদি’৷ দেশের প্রশাসনকে যথেষ্ঠ শক্তিশালী হিসেবেই তুলে ধরা হয়৷ তা যদি সত্যি হয়, তাহলে এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাই সকলের জিজ্ঞাসা৷ টুইটারে এই মর্মে একের পর এক টুইট জমা হচ্ছে প্রধানমন্ত্রীর দরবারে৷

Advertisement

পাশাপাশি এক সংস্থার সমীক্ষায় জনগণের মত স্পষ্ট হয়েছে৷ দিল্লিতে ২৪৬৪ জনের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, প্রায় ৬২ শতাংশ মানুষ চাইছেন, সেনার সাহায্যে কঠোর হাতে এই সন্ত্রাস দমন করা হোক৷ ৬৩ শতাংশ মানুষ চাইছেন প্রতিরক্ষা খাতে ব্যয় আরও বাড়ানো হোক৷ অন্যদিকে ২১ শতাংশ মানুষের মত, সেনার সাহায্যে সন্ত্রাস দমনে হিংসা আরও বাড়বে বই কমবে না৷ এপ্রিল-মে নাগাদ করা এই সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে গত সোমবার৷ উরি হামলার পর এই জনাদেশও যথেষ্ঠ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷ সমীক্ষায় সংখ্যাগরিষ্ঠ দেশবাসীর ইচ্ছের প্রতিফলনই যে ঘটেছে তা বলাই বাহুল্য৷

উরিতে হামলার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করে বলেছিলেন, কাপুরুষোচিত হামলার মূলচক্রীদের রেয়াত করা হবে না৷ কিন্তু এই আশ্বাসে যে সন্তুষ্ট নয় দেশবাসী, সোশ্যাল মিডিয়ার প্রশ্নের ঝড় সে ইঙ্গিতই দিচ্ছে৷

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement